৬ মাস পর ফাইজারের ভ্যাকসিনের কার্যকারিতা কমতে থাকে: গবেষণা
ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর সংক্রমণ ঠেকাতে ফাইজার/বায়োএনটেক ভ্যাকসিনের কার্যকারিতা ৮৮ শতাংশ থেকে কমে ৪৭ শতাংশে নেমে আসে। ঠিক কতোদিন পর বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন হতে পারে এ সিদ্ধান্ত নেওয়ার সময় এ তথ্য বিবেচনায় রাখছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংস্থাগুলো।
ল্যানসেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত হওয়া এ তথ্য পিয়ার রিভিউ হওয়ার আগেই গত আগস্ট মাসে প্রকাশিত হয়।
বিশ্লেষণে দেখা গেছে, অন্তত ছয় মাস পর্যন্ত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হওয়া ঠেকাতে ও মৃত্যু প্রতিরোধে ভ্যাকসিনটির কার্যকারিতা ৯০ শতাংশ থাকে। এমনকি উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও একই রকম সুরক্ষা দেয়।
গবেষকরা বলছেন, এসব তথ্য অনুযায়ী ছয় মাস পর কার্যকারিতার কমে আসার কারণ উচ্চ সংক্রামক ভ্যারিয়েন্ট নয়, বরং নির্দিষ্ট সময় পর ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাওয়া এর কারণ।
ফাইজার ও কেইসার পার্মানেন্টের গবেষকরা ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের আগস্ট সময় পর্যন্ত প্রায় ৩৪ লাখ মানুষের স্বাস্থ্য রেকর্ড নিয়ে গবেষণা চালান।
"আমাদের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট কেন্দ্রিক বিশ্লেষণে দেখা গেছে, ফাইজারের ভ্যাকসিন ডেল্টাসহ বিদ্যমান সব ভ্যারিয়েন্ট অব কনসার্নের বিরুদ্ধেই কার্যকর," বলেন ফাইজার ভ্যাকসিনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ মেডিক্যাল অফিসার লুইস জোডার।
এ গবেষণার একটি সম্ভাব্য সীমাবদ্ধতা হলো, গবেষণাটিতে অংশগ্রহণকারীদের পেশা এবং তাদের মাস্ক পরা-স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তথ্যের অভাব ছিল। এসব কারণে তাদের টেস্টিং না করানো ও ভাইরাস সংক্রমণের আশঙ্কা বেশি থাকে।
ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার এক মাস পর ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এর কার্যকারিতা ছিল ৯৩ শতাংশ, তবে চার মাস পরই তা কমে ৫৩ শতাংশে নেমে আসে। ভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এ কার্যকারিতা একই সময়ের ব্যবধানে ৯৭ শতাংশ থেকে কমে ৬৭ শতাংশে নেমে আসে।
"এ তথ্যের আলোকে বলা যায়, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ভ্যাকসিনের সুরক্ষা ব্যবস্থা কমে যাচ্ছে এমন ভ্যারিয়েন্ট নয় এটি," বলেন গবেষণাটির প্রধান ও কেইসার পার্মানেন্ট সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব রিসার্চ অ্যান্ড ইভাল্যুয়েশনের সারা টারটফ।
"যদি এমনটাই হতো, ভ্যাকসিন নেওয়ার পর এতো উচ্চ মাত্রার কার্যকারিতা দেখা যেত না। কার্যকারিতা শুরুতেও কম হতো, পরেও কমই থাকতো।"
ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের মধ্যে ভ্যারিয়েন্টের টেস্টিং কার্যকর না হওয়ার সম্ভাবনা বেশি, ফলে গবেষণাটিতে ভ্যারিয়েন্ট কেন্দ্রিক কার্যকারিতার ফলাফল বেশি হতে পারে বলেও সতর্ক করেন এ গবেষক।
বয়স্ক এবং সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা আমেরিকানদের জন্য ফাইজারের ভ্যাকসিনের বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সবার জন্য বুস্টার ডোজের অনুমোদন দেওয়া উচিত কিনা সে সিদ্ধান্ত নিতে আরও বেশি তথ্যের প্রয়োজন বলে মনে করছেন বিজ্ঞানীরা।
- সূত্র: রয়টার্স