‘স্থুল আচরণের’ জন্য রাষ্ট্রীয় গোয়েন্দা ব্রিফিং পাবেন না ট্রাম্প
'স্থুল আচরণ'র কারণে সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
ক্ষমতা গ্রহণের পর শুক্রবার প্রথম দেওয়া সাক্ষাৎকারে সিবিএস নিউজের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের দীর্ঘ দিনের রীতি অনুযায়ী প্রাক্তন প্রেসিডেন্টের কাছে গোয়েন্দা দপ্তরের গোপন রিপোর্ট পাঠানো হয়। কিন্তু বাইডেনের মতে, প্রকাশ্যে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহে প্ররোচনা দিয়ে সেই ঐতিহ্যগত অধিকার হারিয়েছেন ট্রাম্প।
সাক্ষাৎকার পর্বে প্রশ্নকর্তা আমেরিকার নতুন প্রেসিডেন্টের কাছে জানতে চান, ট্রাম্পের পক্ষ থেকে অনুরোধ করা হলে প্রথা মেনে তাকে গোপনীয় গোয়েন্দা রিপোর্ট পাঠানো হবে কি না।
এর জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ''আমার মনে হয় না, তার প্রয়োজন আছে। গোয়েন্দা ব্রিফিং নিয়ে তিনি (ট্রাম্প) করবেনই বা কী? বড় জোর কিছু কথা মুখ ফসকে বলে ফেলবেন।"
এর গত সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছিলেন, প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে নিয়মিত গোয়েন্দা ব্রিফিং দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছেন তারা। তবে বাইডেনের মন্তব্যে এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেলো, রাষ্ট্রীয় গোয়েন্দাদের গুরুত্বপূর্ণ এই ব্রিফিং ট্রাম্প পাবেন না।
ক্ষমতার চার বছরে ট্রাম্প প্রতিনিয়তই বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বিবাদে জড়িয়েছেন। এমনকি তার সময়ে জাতীয় গোয়েন্দা সংস্থায় ৬ জন পরিচালকে বদলি করেছেন তিনি। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন নিয়েও সন্দেহ প্রকাশ করতে দেখা গেছে তাকে।