‘স্বৈরশাসকরা আসবে যাবে, তবু এনআরসির কাগজ আমরা দেখাব না’
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চলমান বিক্ষোভের মধ্যে একটি কবিতা দিয়ে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিশিষ্ট কৌতুক অভিনেতা এবং চিত্রনাট্যকার বরুণ গ্রোভার।
বিতর্কিত নতুন নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক নিবন্ধক (এনআরসি) এর বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন রাজ্যের জনগণ।
এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে বরুণ একটি হিন্দি কবিতা লিখেছেন "হাম কাগজ না দেখায়ঙ্গে" (আমরা কাগজ দেখাব না)। শনিবার (২১ ডিসেম্বর) তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে কবিতাটি আবৃত্তি করে একটি ভিডিও আপলোড করেছেন।
মোটামুটি বাংলায় অনুবাদ করা কবিতাটির কিছু পঙ়্ক্তি হ'ল,
"স্বৈরশাসকরা আসবে যাবে,
তবু এনআরসির কাগজ আমরা দেখাব না।
আপনি আমাদের টিয়ার গ্যাস দিয়ে অন্ধ করেছেন, আমাদের জলে বিষ দিয়েছেন।
যা একদিন আমাদের ভালবাসার মধুতে মিষ্টি হবে
আর আমরা একসাথে এর সবটুকু পান করব।"...
ইতোমধ্যে প্রায় ৪০ লাখ ভিউ পেয়েছে ভিডিওটি। প্রশংসা পেয়েছে শশী থারুর এবং সীতারাম ইয়েচুরির মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের।
উনত্রিশ বছর বয়সী বরুণ বিখ্যাত নেটফ্লিক্স শো ‘সেক্রেড গেমস’ এর চিত্রনাট্য লিখেছেন। তিনি ২০১৫ সালে সেরা গীতিকার হিসেবে পেয়েছেন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।