যৌন নিপীড়নের অভিযোগকারী নারী-কর্মীকে বরখাস্ত করলো আলিবাবা
সহকর্মী এবং ক্লায়েন্টের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা এক নারী-কর্মীকে বরখাস্ত করেছে চীনা ই-কমার্স ফার্ম আলিবাবা।
বরখাস্তের চিঠিতে মিথ্যা তথ্য ছড়ানো এবং কোম্পানির সুনাম ক্ষতিগ্রস্ত করার কথা উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের আগস্টে এই অভিযোগের কথা জনসমক্ষে আনেন সেই কর্মী। কোম্পানির ব্যবসায়িক সফরের সময় নির্যাতনের ঘটনা ঘটে বলে জানান ঐ কর্মচারী। আলিবাবা এই বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি।
সেসময় অভিযুক্ত সহকর্মীকে বরখাস্ত করা হয়। তবে তার বিরুদ্ধে করা একটি ফৌজদারি মামলা তুলে নেওয়া হয়। অভিযুক্ত ক্লায়েন্ট এখনও পুলিশের তদন্তাধীন আছেন বলে ধারণা করা হচ্ছে।
চীনের সরকার সমর্থিত পত্রিকা দাহে ডেইলিকে ঐ নারী কর্মী জানান, তাকে গত মাসের শেষের দিকে বরখাস্ত করা হয়। পত্রিকায় তার বরখাস্তের চিঠিও প্রকাশিত হয়। তিনি বলেন, "আমি কোন ভুল করিনি, এবং অবশ্যই এই ফলাফল গ্রহণ করব না। ভবিষ্যতে আমার অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য আমি আইনি উপায় অবলবন করবো।"
তবে, এই বিষয়ে কোনো মন্তব্য করেনি আলিবাবা।
এগারো পৃষ্ঠার দীর্ঘ একটি নথিতে সেদিনের ঘটনার বিবরণ প্রকাশিত হয়। ঐ নারী কর্মী বলেন, তারই এক সহকর্মী তাকে একটি হোটেল রুমে ধর্ষণ করে।
অভিযোগপত্রে বলা হয়, কোম্পানির সিনিয়র ম্যানেজারিয়াল পদে কর্মরত সহকর্মী তাকে একটি ক্লায়েন্ট মিটিং এর জন্যে জিনান শহর ভ্রমণে বাধ্য করেন। হাংজুতে আলিবাবার প্রধান কার্যালয় থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে এই শহর।
হাংজুতে ফিরে এসে আলিবাবার এইচআরকে এই ঘটনা জানালে তারা কোনো রকমের পদক্ষেপ নেয়নি। এরপরই জনসমক্ষে আসেন ঐ নারী।
ঘটনা সামনে আসলে জনসাধারণের প্রতিক্রিয়ার মুখে অভিযুক্ত সহকর্মীকে বরখাস্ত করে কোম্পানি। এছাড়া পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়া দুজন নির্বাহীও পদত্যাগ করেন।
আলিবাবা আরও জানায়, ওয়্যাং নামক অভিযুক্ত ব্যক্তিটি মদ্যপ অবস্থায় ঘনিষ্ঠ হওয়ার কথা স্বীকার করেছেন।
তার মামলার অগ্রগতি না হলেও আরেক অভিযুক্ত ক্লায়েন্টকে গেপ্তারের অনুমোদন দিয়েছে আদালত। ঝাং নামক ঐ ব্যক্তিকেও তার কোম্পানি বরখাস্ত করেছে বলে জানা গেছে।
- সূত্র- বিবিসি