ডেল্টার তুলনায় ওমিক্রন পুনঃসংক্রমণের সম্ভাবনা পাঁচগুণ: গবেষণা
করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রনের পুনঃসংক্রমণের ঝুঁকি পাঁচ গুণেরও বেশি বলে দেখা গেছে নতুন এক গবেষণায়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা এবং জাতীয় স্বাস্থ্য পরিষেবা ডেটার উপর ভিত্তি করে এ গবেষণা করা হয়েছে। ইংল্যান্ডে ২৯ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে কোভিড -১৯ সংক্রমিত রোগীদেরকে পর্যবেক্ষণ করা হয় এতে।
"ডেল্টা থেকে ওমিক্রনের তীব্রতা ভিন্ন হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি," উল্লেখ করা হয়েছে গবেষণায়। তবে ওমিক্রন সংক্রমণে হাসপাতালে ভর্তির তথ্য খুবই সীমিত।
ইম্পেরিয়াল কলেজ একটি বিবৃতিতে জানিয়েছে, "ওমিক্রন পুনঃসংক্রমণের বিরুদ্ধে প্রথমবার সংক্রমণের ফলে সৃষ্ট প্রতিরোধ ক্ষমতা ১৯ শতাংশেরও কম হতে পারে।" গবেষণাটি এখনও প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
ব্রিটেনের সাইরেন-এর একটি পূর্ববর্তী গবেষণায় স্বাস্থ্যকর্মীদের পুনঃসংক্রমণের ঝুঁকির দিকে নজর দেওয়া হয়। ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আগেই চালানো হয়েছিল সেই গবেষণা। প্রথমবার করোনাভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট প্রতিরোধ ব্যবস্থা মানুষকে ৮৫ শতাংশের বেশি সুরক্ষা দেয়।
তিন লাখ ৩৩ হাজার রোগীর উপর গবেষণা চালায় ইম্পেরিয়াল কলেজের গবেষক দল। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ৬২টি ডেল্টার কেস। বাকি ১ হাজার ৮৪৬টি ওমিক্রন ভ্যারিয়েন্টের কেস।
- সূত্র: রয়টার্স