চলতি বছর ১ হাজার কোটি ডলারেরও বেশি ট্যাক্স দেবেন ইলন মাস্ক
এ বছর ১১শ কোটি ডলারের বেশি ট্যাক্স দিবেন বলে জানিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করে এ কথা জানান তিনি।
সম্প্রতি ট্যাক্সের বিষয়ে সামাজিক মাধ্যমে বিতর্কে জড়ান ইলন।
চলতি সপ্তাহে তার ট্যাক্সের বিষয়ে সমালোচনা করে টুইট করেন ডেমোক্র্যাটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন। তিনি টুইট করেন, "আসুন কারচুপি করা ট্যাক্স কোডটি পরিবর্তন করি যাতে 'দ্য পার্সন অফ দ্য ইয়ার' প্রকৃতপক্ষে কর প্রদান করে এবং অন্য সবাইকে ফ্রিলোড করা বন্ধ করে।"
এরপরই ইলন মাস্ক তার ট্যাক্সের হিসাব প্রকাশে আনেন। "আমি এ বছর ১১শ কোটি ডলারেরও বেশি ট্যাক্স দেব," লিখেন তিনি।
তিনি আরও লিখেন, "ইতিহাসে যে কোনও আমেরিকানের চেয়ে আমি এবার বেশি কর দেব।"
টেসলা এবং স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন এ বছর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে জায়গা করে নেন। এমনকি গত সপ্তাহে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন তিনি।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ২৪৩ বিলিয়ন ডলার। এছাড়া, টেসলার মূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার, এবং স্পেসএক্সের মূল্য ১০০ বিলিয়ন ডলার।
- সূত্র: বিবিসি