নে. ম্যান্ডেলার কারাকক্ষের চাবি বিক্রির নিলাম বন্ধের দাবি দ. আফ্রিকার
নেলসন ম্যান্ডেলা রবেন দ্বীপের কারাগারের যে কক্ষে ছিলেন দীর্ঘ ১৮ বছর, তার চাবি নিলামে উঠতে যাচ্ছে জানুয়ারিতে। এই নিলাম বন্ধের দাবি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।
নিউইয়র্কের গার্নসি'স অকশন হাউস আগামী জানুয়ারি মাসে চাবিটি বিক্রি করবে। বিক্রেতা ম্যান্ডেলার কারারক্ষী ক্রিস্টো ব্র্যান্ড।
দ. আফ্রিকার সংস্কৃতিমন্ত্রী নাথি মেথওয়া জানিয়েছেন সরকারের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হয়নি।
"চাবিটি দ. আফ্রিকার জনগণের। কারো ব্যক্তিগত সম্পত্তি নয়," বলেন তিনি।
গার্নসি'স বলছে, ২৮ জানুয়ারির নিলামের আয়োজন করা হয়েছে ম্যান্ডেলার সমাধিস্থলের চারপাশে স্মৃতি উদ্যান এবং জাদুঘর বানানোর তহবিল সংগ্রহের জন্য।"
চাবিটি ছাড়াও নেলসন ম্যান্ডেলার আঁকা ছবি দ্য লাইটহাউস, ব্যবহৃত বাইসাইকেল আর টেনিস র্যাকেট নিলামে তোলা হচ্ছে।
- সূত্র: বিবিসি