লকডাউনে পার্টি, বরিস জনসনের পদত্যাগ চাইছেন দলের নেতারা
যুক্তরাজ্যে লকডাউন চলাকালীন পানাহারের আয়োজন করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগ দাবি করেছেন দলের নেতাকর্মীরা। যদিও এ ঘটনার জন্য ইতোমধ্যেই ক্ষমা প্রার্থনা করেছেন বরিস জনসন, কিন্তু এতে সন্তুষ্ট নন দলের নেতারা।
২০২০ সালের ২০ মে ডাউনিং স্ট্রিটের বাগানে একটি পার্টির আয়োজন করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সে সময় যুক্তরাজ্যে লকডাউন চলছিল এবং জনসমাগম নিষিদ্ধ ছিল।
গত সোমবার ওই আয়োজনের বিষয়ে ই-মেইল ফাঁস হলে এ নিয়ে সমালোচনার মুখে পড়েন জনসন। তবে তিনি জানিয়েছেন, তিনি জনসাধারণের ক্ষোভের কারণ বুঝতে পারছেন এবং এর জন্য ক্ষমাপ্রার্থী।
জানা গেছে, কনজারভেটিভ পার্টির একাধিক নেতা জনসনের পদত্যাগ দাবি করেছেন। এদের মধ্যে রয়েছেন স্কটিশ টোরি নেতা ডগলাস রোস, এমপি উইলিয়াম র্যাগ, ক্যারোলিন নোকস এবং রজার গ্যালে প্রমুখ।
তবে উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব বরিস জনসনের পক্ষ নিয়েছেন।
বুধবার প্রধানমন্ত্রী জনসন হাউজ অব কমন্স-এ ক্ষমা চাওয়ার পর তার সাথে 'শক্ত আলোচনা' হয়েছে বলে জানিয়েছেন রোস। রোস একই সাথে যুক্তরাজ্যের পার্লামেন্টের এমপি এবং এবং স্কটিশ পার্লামেন্টের এমএসপি।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে তার আস্থার অভাব রয়েছে জানিয়ে তিনি ১৯২২ কমিটির কাছে লিখবেন।
রোস বলেন, "তিনি একজন প্রধানমন্ত্রী, তার সরকারই সব আইনকানুন প্রয়োগ করে। তাই এ ঘটনার জন্য তাকেই দায়ী করা উচিত।"
১৯২২ কমিটি মূলত কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনে কাজ করে। ৫৪ জন আইনপ্রণেতা যদি এই কমিটির কাছে চিঠি লিখেন তাহলে বরিস জনসনের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে।
- সূত্র: বিবিসি