গাছে সময়মতো ফুল না ফোটায় মালিদের ছয়মাসের কারাদণ্ড দিলেন কিম!
বাগানে সময়মত লাল 'কিমজঙ্গিলিয়া' বেগোনিয়া ফোটাতে না পারায় মালিদের ছয় মাসের জন্য শ্রম শিবিরে পাঠিয়েছেন উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন।
কিমের বাবা ও দেশটির প্রয়াত স্বৈরশাসক কিম জং-ইলের নামানুসারে বিশেষ ওই ফুলের নামকরণ করা হয়েছে 'কিমজংগিলিয়াস'। বিশেষ প্রজাতির এই ফুল ফোটার জন্য উপযুক্ত আবহাওয়া প্রয়োজন। গ্রিন হাউসে সেই উপযুক্ত পরিবেশ তৈরি করে এই ফুল চাষ করা হয় উত্তর কোরিয়ায়।
কিম স্থির করেছিলেন ১৬ ফেব্রুয়ারি বাবার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ ফুল দিয়ে বাবার প্রতিকৃতি সাজিয়ে তুলবেন। কিন্তু বাগানে সময়মত ফুল ফোটাতে ব্যর্থ হন মালিরা। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি।
দ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি ছিল কিমের বাবার জন্মদিন। এই দিনে কিমজংগিলিয়াস ফুল দিয়ে বাবার মূর্তি ও ছবি সাজিয়ে তুলতে চেয়েছিলেন কিম। তাই ডেকে পাঠিয়েছিলেন গ্রিন হাউসের ম্যানেজার হানকে। তিনি হাজির হয়েছিলেন ঠিকই; কিন্তু ফুল নিয়ে হাজির হতে পারেননি। কারণ সময়মতো গাছে ওই ফুট ফোটাতে তিনি ব্যর্থ হয়েছিলেন। বাবার স্মৃতিতে যে ফুলের নামকরণ করা হয়েছে, সেই ফুল সময়মত হাতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন কিম।
এরপরই হান এবং তার সহযোগী সব মালিদের ছয় মাসের জন্য সশ্রম কারাদণ্ড দিয়ে 'লেবার ক্যাম্প' বা শ্রম শিবিরে পাঠানোর নির্দেশ দেন তিনি।
- সূত্র: দ্য ডেইলি মেইল