বাইডেন আমাকে ভুল বুঝলেন কিনা তাতে কিছুই যায় আসে না: সৌদি যুবরাজ
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ভুল বুঝেছেন কিনা তাতে তার কিছুই যায় আসে না, বরং বাইডেনের উচিত আমেরিকার সুবিধা-অসুবিধা দেখা। বৃহস্পতিবার (৩ মার্চ) মার্কিন গণমাধ্যম দ্য আটলান্টিকে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমান ( যিনি এমবিএস নামেও পরিচিত) যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আরও জানিয়েছেন, তারা যেন সৌদি রাজতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।
মার্কিন প্রেসিডেন্ট তাকে ভুল বুঝেছেন কিনা এমন প্রশ্নে সৌদি যুবরাজ বলেন, "আমার তাতে কিছুই যায় আসে না। এটা এখন বাইডেনের উপর নির্ভর করছে যে তিনি তার দেশের সুবিধা-অসুবিধা দেখবেন কিনা।"
তিনি আরও বলেন, "আমেরিকায় গিয়ে যেমন আমি আপনাকে জ্ঞান দিতে পারবো না, তেমনি সৌদি আরবে এসেও আপনি আমার সাথে তা করতে পারবেন না।"
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সৌদি যুবরাজের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকলেও, বাইডেন প্রশাসন তার বিরুদ্ধে কঠোর অবস্থানই নিয়েছে। রাজ্যে মানবাধিকার লঙ্ঘন এবং ইয়েমেন যুদ্ধে সৌদি-নেতৃত্বাধীন জোটের কার্যক্রমের বিরুদ্ধে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।
শুধু তাই নয়, ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার পেছনে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা হয় যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে। তবে যুবরাজ বরাবরই এ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে এসেছেন।
দ্য আটলান্টিককে যুবরাজ সালমান বলেন, আমেরিকার সাথে নিজেদের 'দীর্ঘ, ঐতিহাসিক সম্পর্ক' বজায় রাখাই রিয়াদের লক্ষ্য।
সূত্র: রয়টার্স