ক্লাসে হিজাব নিষিদ্ধের পক্ষে রায় কর্ণাটক হাইকোর্টের
ভারতের কর্ণাটকে ক্লাসে হিজাব পরা নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। মঙ্গলবার শিক্ষার্থীদের আবেদন খারিজ করে দিয়ে এই রায় দেন কর্ণাটক হাইকোর্ট।
বড় সংখ্যক মুসলমান সংখ্যালঘুর দেশে এই রায় ভারতের বাকি অংশের জন্যও এক ঐতিহাসিক নজির স্থাপন করবে বলে মনে করা হচ্ছে।
রায়ে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি রিতু রাজ অবস্থী বলেন, "আমাদের বিবেচিত মতামত হচ্ছে, মুসলিম নারীদের হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশাসনের অংশ নয়।"
সরকারি আদেশকে চ্যালেঞ্জ করে দেওয়া পিটিশনগুলো খারিজ করে দিয়ে তিনি বলেন, ইউনিফর্মের বিষয়ে নির্দেশনা দেওয়ার ক্ষমতা সরকারের আছে।
সম্ভাব্য গোলমালের আশঙ্কায় আদালতের রায়ের আগেই এক সপ্তাহের জন্য রাজ্যের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে কর্ণাটক রাজ্য সরকার। এছাড়া, জনসমাগমের উপরেও নানা নিষেধাজ্ঞা জারি করা হয়।
গত মাসে ভারতের দক্ষিণাঞ্চলের এই রাজ্যটিতে ক্লাসে হিজার পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানান কিছু মুসলিম শিক্ষার্থী ও অভিভাবক এবং এর পাল্টা প্রতিবাদ জানান হিন্দু শিক্ষার্থীরা। হিজাব বিতর্ককে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। দেশের মুসলিম সংখ্যালঘুদের আরও কোণঠাসা করে ফেলা হচ্ছে, এমন অভিযোগও আসে।
হিজাব নিষেধাজ্ঞাকে যেসব শিক্ষার্থী চ্যালেঞ্জ করেছিলেন তারা বলেন, হিজাব ইসলাম ধর্মের আবশ্যকীয় অনুশীলন এবং ভারতের সংবিধান অনুযায়ী এটি তাদের মৌলিক অধিকার। তবে আদালতের রায় আসার পর তাৎক্ষণিকভাবে তাদের যোগাযোগ করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
সূত্র: রয়টার্স