দাড়ি না থাকলে সরকারি কাজে যোগদানে বাধা দিচ্ছে তালেবান
দাড়ি না থাকলে সরকারি কর্মচারীদের কাজে যোগদানে বাধা দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। নিজস্ব তিনটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার তালেবান প্রশাসনের নীতি-নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় সবগুলো সরকারি অফিসের প্রবেশদ্বারে টহল বসিয়েছে। কর্মচারীদের দাড়ি আছে কিনা এবং নির্ধারিত ড্রেসকোড মেনে অফিসে আসছে কিনা, তা পরীক্ষা করতেই এই ব্যবস্থা।
রয়টার্সের তিনটি সূত্র জানিয়েছে, দাড়ি না কামাতে এবং লম্বা-ঢোলা পায়জামা, কুর্তা ও পাগড়ি পরে অফিসে আসতে সব সরকারি কর্মচারীদের নির্দেশ দিয়েছেন তালেবানের সদগুণাবলি প্রচার ও অনৈতিকতা প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
রয়টার্স সূত্র আরও জানিয়েছে, এখন থেকে ড্রেস কোড মেনে অফিসে না এলে কর্মচারীদের অফিসে ঢুকতে দেওয়া হবে না। এমনকি গুলি করে হত্যা করাও হতে পারে তাদের!
সূত্র: রয়টার্স