জনগণই ভাগ্য নির্ধারণ করবে: ইমরান খান
সংসদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট প্রত্যাখ্যান হওয়ার পর এক ভাষণে তিনি বলেন, জাতির ভাগ্য নির্ধারণ করবে পাকিস্তানের জনগণই।
সংসদের ডেপুটি স্পিকার কাসেম সুরি অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যানের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার সরকার পরিবর্তনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
"জনগণই ঠিক করবে তারা কী চায়, বিদেশিরা নয়। টাকা দিয়ে মানুষের সমর্থন আদায় করার ফলে আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনাথ আশ্রমের মতো কোনো ভালো কাজে এসব অর্থ ঢালুন। জাতিকে নির্বাচনের প্রস্তুতি নেওার আহ্বান জানাচ্ছি আমি। আপনারাই এ জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবেন, কোনো বিদেশি বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি না," বলেন তিনি।
"রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছি আমি। জনগণের কাছে ফিরে যাচ্ছি আমরা। তারাই সিদ্ধান্ত নিক," বলেন তিনি।
এদিকে, ডেপুটি স্পিকার অনাস্থা ভোট প্রত্যাখ্যানের পর প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতারা।
অনাস্থা ভোটে জিততে সংসদের ৩৪২ সদস্যের মধ্যে ১৭২ জন সদস্যের ভোট প্রয়োজন হতো বিরোধী দলের। তাদের দাবি, প্রস্তাব পাসে প্রয়োজনীয় ভোটের চেয়েও বেশি ১৭৭ জনের সমর্থন ছিল তাদের।
সূত্র: এনডিটিভি