বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক; ব্যবসা বাড়াতে সরাসরি ফ্লাইট চান পাকিস্তানি ব্যবসায়ীরা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/01/12/basir-20250112181100.jpg)
বাংলাদেশে ব্যবসা–বাণিজ্য বাড়াতে চান পাকিস্তানের ব্যবসায়ীরা। এজন্য তারা সরাসরি ফ্লাইট ও ভিসা জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন।
আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পাকিস্তানের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ দাবি জানান।
পরে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে এফপিসিসিআই সভাপতি আতিফ ইকরাম শেখ বলেন, পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের ব্যবসা–বাণিজ্য বাড়াতে চায়। ভিসা জটিলতা ও সরাসরি ফ্লাইট না থাকায় ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত মাত্রায় ব্যবসা-বাণিজ্য বাড়াতে সক্ষম হচ্ছেন না। এক্ষেত্রে বিরাজমান জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের জনসংখ্যার বিবেচনায় বাণিজ্যের পরিমাণ খুব কম। উভয় দেশেরই বাণিজ্যকে বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে পাকিস্তানের ব্যবসায়ীদের আরও বেশি ডায়ালগ হওয়া দরকার। নিজেদের মধ্য সম্ভাব্য সহযোগিতা উন্মোচন দুই দেশকেই লাভবান হতে সাহায্য করবে।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, ভিসা সহজীকরণ, পাকিস্তান ও বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলটি বাংলাদেশে কৃষিজাত দ্রব্য উৎপাদন ও বিপণন, শিক্ষা, পর্যটন ও সিরামিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
পাকিস্তানে চালু হওয়া এক্সপোর্ট ফ্যাসিলিটেশন স্কিমের আওতায় বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানে বিনিয়োগ করতে পারে বলেও উল্লেখ করেন তারা। এসময় তারা বাংলাদেশে ট্রেড এক্সপো (বাণিজ্য মেলা) আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
প্রতিনিধি দলটি এর আগে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গেও বৈঠক করেন।
উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের রাজনৈতিক, কুটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আগের তুলনায় ঘনিষ্ঠ হচ্ছে।
গত বছরের ২ সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ জানিয়েছিলেন, পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না বাংলাদেশি নাগরিকদের। পাকিস্তানের নতুন ভিসা নীতিমালা অনুযায়ী ১২৬টি দেশের মতো বাংলাদেশও এই সুবিধা পাবে।
সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে দুটি কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পণ্য আনে।
দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিও আগের তুলনায় গত কয়েক মাসে বেড়েছে। গত শুক্রবার থেকে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আমন্ত্রণে বাংলাদেশ সফর করছে এফপিসিসিআইয়ের ২৪ সদস্যের প্রতিনিধি দল।