শপথ নিলেন ৪ মন্ত্রী, সর্বদলীয় সরকার গঠনে সব দলকে আমন্ত্রণ রাজাপাকসের
শ্রীলঙ্কায় একযোগে মন্ত্রিসভার ২৬ মন্ত্রীর পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে শপথ নিয়েছেন নতুন চার মন্ত্রী। একই সঙ্গে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলকে সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে।
শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর পদে প্রেসিডেন্ট রাজাপাকসের ভাই বাসিল রাজাপাকসের স্থলাভিষিক্ত হয়েছেন বিচারপতি আলী সাবরি।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জিএল পেইরিস। শিক্ষামন্ত্রী হিসেবে দীনেশ গুনাওয়ার্দা এবং সড়ক ও জনপথ মন্ত্রী হিসেবে জনস্টন ফার্নান্দো শপথ নেন।
আজ (৪ মার্চ) রাষ্ট্রপতির সচিবালয়ে রাজাপাকসের সামনে নতুন মন্ত্রীরা শপথ নেন।
ডেইলি মিরর শ্রীলঙ্কার প্রতিবেদন অনুযায়ী, চলমান জাতীয় সংকট কাটিয়ে উঠতে সকল রাজনৈতিক দলের সাহায্য প্রার্থনা করেছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির গণমাধ্যম বিভাগ (পিএমডি) এক বিবৃতিতে জানায়, বিভিন্ন অর্থনৈতিক ও বৈশ্বিক কারণে বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। এশিয়ার গণতন্ত্রের অন্যতম প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে সমস্যার সমাধানও গণতান্ত্রিক উপায়ে হওয়া উচিত।
পিএমডি আরও জানায়, চলমান জাতীয় সংকট কাটিয়ে উঠতে রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
তীব্র অর্থনৈতিক সংকটের কারণে চলমান সহিংস বিক্ষোভের মধ্যে আজ সোমবার (৪ মার্চ) শ্রীলঙ্কার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেন।
প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ব্যতীত মন্ত্রিসভার ২৬ জন সদস্যই পদত্যাগপত্র জমা দিয়েছেন।
১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করার পর বিগত ৭৪ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার অভাবে সেখানে গুরুত্বপূর্ণ পণ্য আমদানি ব্যাহত হচ্ছে।
দেখা দিয়েছে বড় ধরনের বিদ্যুৎ সঙ্কট। দিনের বেশিরভাগ সময়েই বর্তমানে শ্রীলঙ্কায় বিদ্যুৎ থাকে না। জ্বালানি ছাড়াও খাদ্য এবং ওষুধপত্রের অভাব দেখা দিয়েছে।