শ্রীলঙ্কায় বাড়ছে বিক্ষোভ, ক্ষমতাসীন জোট ছাড়লেন সংসদ সদস্যরা
শ্রীলঙ্কার চলমান বিক্ষোভে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের জোট সরকার ছেড়েছেন ৪০ জনেরও বেশি এমপি।
রাজাপাকসের শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনা (এসএলপিপি) নেতৃত্বাধীন জোটের সাথে যুক্ত দলগুলোর এমপিরা জানান, তারা এখন থেকে স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধিত্ব করবেন।
অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রার সংকটে থাকা শ্রীলঙ্কায় রাজাপাকসের পদত্যাগের দাবিতে আজও চলছে ব্যাপক বিক্ষোভ।
তবে, এই মুহুর্তে এমপিদের সিদ্ধান্তের প্রভাব স্পষ্ট নয়। তারা সরকার থেকে সরে এলেও সরকারবিরোধীদের প্রতি সমর্থন দেখায়নি।
এদিকে, রাজাপাকসের মন্ত্রিসভা ইতোমধ্যেই পদত্যাগ করলেও রাষ্ট্রপতি এবং তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দুজনই এখন পর্যন্ত পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
পদত্যাগের পরিবর্তে রাষ্ট্রপতি তাকে একটি জাতীয় সরকার গঠনে এবং মন্ত্রিসভা পোর্টফোলিও গ্রহণ করতে সাহায্যের জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীলঙ্কার প্রধান বিরোধী জোট সামাগি জানা বালাওয়েগায়ার নেতা সাজিথ প্রেমাদাসা বলেন, "জনগণ চায় এই রাষ্ট্রপতি এবং পুরো সরকার পদত্যাগ করুক।"
এছাড়া, মঙ্গলবার নতুন নিযুক্ত অর্থমন্ত্রীও ঘোষণা করেন যে, তিনি পদ গ্রহণ করার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে পদত্যাগ করছেন।
এদিকে, বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির বাড়ির বাইরে একটি সহিংস বিক্ষোভের পর শুক্রবার থেকে রোববার পর্যন্ত কারফিউ দেওয়া হলেও তা অমান্য করে বিক্ষোভকারীরা।
বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে শ্রীলঙ্কা এখন জ্বালানিসহ অন্যান্য পণ্য আমদানিতে হিমশিম খাচ্ছে। ১৯৪৮ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পর এবারই সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি।
রাজাপাকসের পক্ষ ত্যাগ করে শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি এবং শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির নেতা মাইথ্রিপালা সিরিসেনা বলেন, "জ্বালানি এবং রান্নার গ্যাসসহ প্রয়োজনীয় জিনিসের সীমাহীন ঘাটতি রয়েছে। কোনো ওষুধ না থাকায় হাসপাতালগুলোও বন্ধ হয়ে যাওয়ার পথে।"
"এমন সময়ে আমাদের দল জনগণের পাশে আছে," যোগ করেন তিনি।
- সূত্র- বিবিসি