ভারতীয় গণমাধ্যমজুড়ে ইমরানের মন্তব্যের প্রশংসা
পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ভারতঘেঁষা মন্তব্য ভারতীয় গণমাধ্যম, সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলোতে প্রশংসা কুঁড়াচ্ছে। গত কয়েকমাস ধরে চলমান পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার মাঝে জাতির উদ্দেশ্যে এক ভাষণে ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে ইতিবাচক মন্তব্য করেন ইমরান। তার সেই মন্তব্যের প্রশংসাই চলছে ভারতীয় গণমাধ্যমজুড়ে।
পাকিস্তান ও ভারতের অনেকেই আবার সাবেক প্রধানমন্ত্রীর ভাষণে ভারতঘেঁষা মন্তব্যের সমালোচনা করেছেন, অনেকে হাস্যরসাত্মক মন্তব্যও করেছেন সেখানে। গণমাধ্যমের সংবাদে এক মন্তব্যকারী বলেছেন, "যেভাবে জনসমক্ষে ভারতের প্রশংসা করা হয়েছে, তাতে মনে হচ্ছে ইমরান খানের পরিবর্তে ভারতীয় অভিনেতা সালমান খান ভাষণ দিচ্ছেন।"
আরেকজন বলেছেন, "মোদি খুবই ভালো কাজ করেছেন! ভারতের প্রচারণার জন্য আপনি ইমরান খানকে কত টাকা দিয়েছেন? এর আগে তো ভারতের পক্ষে এমন প্রচারণা আর কেউ করেনি।"
দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সেনাবাহিনীর মদদে ক্ষমতায় বসে থাকার অভিযোগে গত ৮ মার্চ অনাস্থা প্রস্তাব ওঠে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। ওই পরিস্থিতিতে গেলো মাসেই নিজের সরকারের সাফল্য বর্ণনা করে ভাষণ দেওয়ার সময় ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ইমরান বলেন, "আমি আমাদের প্রতিবেশী দেশ হিন্দুস্তানের প্রশংসা করছি, কারণ তাদের একটি স্বাধীন পররাষ্ট্রনীতি রয়েছে। আজ ভারত তাদের (আমেরিকা) জোটভুক্ত এবং তারা কোয়াডের (চারপক্ষীয় নিরাপত্তা সংলাপ) অংশ; ভারতের ভাষ্যে, তারা নিরপেক্ষ। নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা রাশিয়া থেকে তেল আমদানি করছে, কারণ তাদের নীতি পরিচালিত হয় জনগণের উন্নয়নের পক্ষে।"
নানান নাটকীয়তার মধ্য দিয়ে রোববার (১০ এপ্রিল) ভোররাতের ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে। ফলাফলে পতন হয় ইমরান খান সরকারের। আগামীকাল সোমবার (১১ এপ্রিল) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আবারও জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হয়েছে। জানা গেছে, এইদিন স্থানীয় সময় দুপুর ২টায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের সংসদীয় প্রক্রিয়া শুরু হবে।
- সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল, এনডিটিভি