রুশ যুদ্ধজাহাজ মস্কভা ডুবির পর এবার কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের শব্দ
মিসাইল হামলাই রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভা ডুবির কারণ- ইউক্রেনের এমন দাবির পর এবার দেশটির রাজধানী কিয়েভে শোনা যাচ্ছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ।
চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বে যুদ্ধের প্রস্তুতির জন্য রাশিয়ান সৈন্যরা কিয়েভের আশেপাশের এলাকা থেকে দূরে সরে যাওয়ার পর আজ শুক্রবার আবারও সেখানে বিস্ফোরণ চলছে।
এর আগে ইউক্রেন দাবি করে, তারা নেপচুন অ্যান্টি-শিপ মিসাইল দিয়ে মস্কভা মিসাইল ক্রুজারে আঘাত করে। সোভিয়েত যুগের জাহাজটি আগুন ও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্দরে নিয়ে যাওয়ার সময় ডুবে যায়।
তবে, তা ইউক্রেনের হামলার কারণেই হয়েছে কিনা, এমন কিছু নিশ্চিত করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
জাহাজে থাকা ৫০০ জনেরও বেশি ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
এদিকে কিয়েভ, দক্ষিণে খেরসন, পূর্বাঞ্চলীয় শহর খারকিভ এবং পশ্চিমে ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহরে বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, বন্দর শহর মারিউপোলের উত্তরে পোপাসনা এবং রুবিঝনে শহরে রাশিয়ার আক্রমণ প্রতিহত করা হয়েছে। সেইসাথে, বেশ কয়েকটি ট্যাঙ্ক এবং অন্যান্য যান ধ্বংস করা হয়েছে বলেও জানায় তারা। তবে, এসব প্রতিবেদন যাচাই করা সম্ভব হয়নি।
তবে, যুদ্ধজাহাজ মস্কভা ডুবির কারণ যাই হোক না কেন, এটি রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা।
মস্কভাতে আদৌ মিসাইল আক্রমণ চালানো হয়েছিল কি না তা নিশ্চিত করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রও।
রাশিয়ান প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, "বন্দরের দিকে নেওয়ার সময় জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলে।" গোলাবারুদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ায় এমনটি হয়েছে বলে জানায় তারা।
এদিকে, ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বলেছেন যে তারা ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে মস্কভাকে আঘাত করা হয়। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল করার পরে ডিজাইন করা হয় এই অস্ত্র।
- সূত্র- রয়টার্স