ইউক্রেনের পশ্চিমা মিসাইলের চেয়ে রাশিয়ার মিসাইল বেশি শক্তিশালী: পুতিন
রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনকে সরবরাহ করা পশ্চিমা অস্ত্রগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের অধিকারী বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, রাশিয়ার স্বল্প-পাল্লার ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের পে-লোড আর মার্কিন অ্যাটাকমস (আর্মি ট্যাকটিকাল মিসাইল সিস্টেম)-এর তিনটি সংস্করণের পে-লোড একই, তবে এটি পাল্লায় অনেক এগিয়ে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কাজাখস্তানের রাজধানী আস্তানায় কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও) শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট।
তিনি আরও বলেন, 'নতুন আমেরিকান পিআরএসএম (প্রিসিশন স্ট্রাইক মিসাইল) সিস্টেমটি বৈশিষ্ট্যের দিক থেকে রাশিয়ার একই ধরনের মিসাইলের তুলনায় কোনোভাবেই উন্নত নয়।'
এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স ইউক্রেনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ান ভূখণ্ডে হামলা চালানোর জন্য দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়।
এসব অস্ত্র এ দেশগুলো যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে সরবরাহ করেছিল। নতুন এ অনুমোদনের পর রুশ ভূখণ্ডের অভ্যন্তরে একাধিক হামলা চালিয়েছে ইউক্রেন।
কিয়েভের সশস্ত্র বাহিনীর ভান্ডারে বর্তমানে মার্কিন অ্যাটাকমস, ব্রিটিশ স্টর্ম শ্যাডো এবং ফ্রান্সের স্ক্যাল্প মিসাইল রয়েছে।
পুতিন জোর দিয়ে বলেন, 'আমরা জানি, আমাদের সম্ভাব্য প্রতিপক্ষের কাছে কী ধরনের অস্ত্র রয়েছে, সেগুলো কোথায় অবস্থিত, এবং ইউক্রেনে কতগুলো অস্ত্র সরবরাহ করা হয়েছে কিংবা ভবিষ্যতে কতগুলো সরবরাহ করা হতে পারে।'
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, 'ইউক্রেনে অস্ত্র, এমনকি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করাও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিতে কোনোভাবেই পরিবর্তন আনবে না।'
তিনি আরও উল্লেখ করেন, মস্কো দূরপাল্লার অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের থেকে অনেক এগিয়ে রয়েছে।
'এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎপাদন রাশিয়ায় ন্যাটো সদস্য সকল দেশের সম্মিলিত উৎপাদনের তুলনায় দশগুণ বেশি। এছাড়া পরবর্তী বছরে এটি ২৫-৩০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে,' পুতিন বলেন।
তিনি আরও বলেন, রাশিয়ার অস্ত্রাগারে ইতোমধ্যেই কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র, কিঞ্জাল এবং জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা 'তাদের বৈশিষ্ট্যের দিক থেকে বিশ্বে অনন্য।'
এ অস্ত্রগুলোর উৎপাদন এখন 'পুরোদমে' চলছে এবং তা আরও বাড়ানো হবে বলে জানান প্রেসিডেন্ট পুতিন।
পুতিন অঙ্গীকার করেন, আগামী বছরগুলোতে নতুন অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল সিস্টেম দেশটির অস্ত্রভাণ্ডারে যুক্ত হবে।