জুলিয়ান অ্যাসাঞ্জকে আমেরিকায় প্রত্যর্পণের অনুমতি দিলেন যুক্তরাজ্যের আদালত
উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গুপ্তচরবৃত্তির দায়ে আমেরিকায় (মার্কিন যুক্তরাষ্ট্রে) প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। তবে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। ফলে স্বররাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল অ্যাসাঞ্জকে মার্কিন সরকারের হাতে তুলে দেবেন কিনা- সে সিদ্ধান্ত নিতে পারবেন।
অবশ্য সে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে অ্যাসাঞ্জের।
ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতের শুনানিতে ভিডিওলিংকের মাধ্যমে যুক্ত হয়েছিলেন অ্যাসাঞ্জ। শুনানিতে অংশ নেওয়া এক আইনজীবী তার উপস্থিতির সময়কাল 'সংক্ষিপ্ত তবে প্রত্যর্পণ মামলার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ এক মুহূর্ত' বলে উল্লেখ করেন।
মার্ক সামার্স নামের সরকারি আইনি কুশলী প্রধান ম্যাজিস্ট্রেটকে বলেন, মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ছাড়া তার সামনে কোনো উপায় ছিল না। এ মুহূর্তে অ্যাসাঞ্জের টিমের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই, তবে তারা 'গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতি' করেছে।
সামার্স জানান, যুক্তরাষ্ট্রে ফেরার পর অ্যাসাঞ্জ শাস্তির মুখোমুখি হতে পারেন, এজন্য তার শাস্তি ও ফেরত পাঠানোর শর্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 'জোর আবেদন' করা হবে।
মোট সাত মিনিট শুনানির পর অ্যাসাঞ্জকে ফেরত পাঠানোর অনুমতি সংক্রান্ত রায় দেন প্রধান ম্যাজিস্ট্রেট পল গোল্ডস্প্রিং।
তিনি অ্যাসাঞ্জকে উদ্দেশ্য করে বলেন, "লেম্যান টার্ম অনুসারে, আমি আপনার মামলাটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি সিদ্ধান্ত গ্রহণের জন্য পাঠাতে দায়বদ্ধ।"
তবে অ্যাসাঞ্জকে আমেরিকায় ফেরত পাঠানো ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদনের পাশাপাশি, অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ এখনও রয়েছে তার আইনজীবীদের।
- সূত্র: দ্য গার্ডিয়ান