জাতিকে ‘নিঃস্বার্থ সেবা’ দিয়ে প্রথম লতা মঙ্গেশকর পুরস্কার পেলেন নরেন্দ্র মোদি
প্রয়াত কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের নামে চালু হয়েছে লতা দীননাথ মঙ্গেশকার পুরস্কার। আর প্রথম ব্যক্তি হিসেবে সে পুরস্কার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জাতি ও দেশকে নিঃস্বার্থ সেবাপ্রদানের জন্য মোদিকে এই সম্মানে ভূষিত করা হয়। রোববার মুম্বাইয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন নরেন্দ্র মোদি।
প্রথম লতা মঙ্গেশকর পুরস্কার সম্মানে ভূষিত হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোদি বলেছিলেন, 'যখন এই পুরস্কার লতাদিদির মতো বড় দিদির নামে নামাঙ্কিত, তখন তা আমার প্রতি তার একাত্ম ও ভালবাসার প্রতীক।'
রোববার পুরস্কার গ্রহণের পর এই পুরস্কার দেশের সব নাগরিককে উৎসর্গ করেছেন নরেন্দ্র মোদি।
উল্লেখ্য, আজ সকালে নরেন্দ্র মোদি ছিলেন জম্মু ও কাশ্মীরে। সেখানে বিভিন্ন সভাস্থলে তার একাধিক কর্মসূচি ছিল। এরপরই তিনি বিকেলে মুম্বাই পৌঁছে পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত হন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, 'সংগীত মাতৃত্ব আর ভালবাসার অনুভূতি দেয়। সংগীত নিয়ে যেতে পারে দেশাত্মবোধ আর কর্তব্যের দিকে। আমরা সবাই ভাগ্যবান যে আমরা সংগীতের ক্ষমতা দেখেছি, আর তা দেখেছি লতা দিদির রূপে।'
উল্লেখ্য, এ বছরের ৯ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে প্রয়াত হন লতা মঙ্গেশকর। এই কিংবদন্তি শিল্পীর স্মরণে এবং সম্মানে এই পুরস্কারটির প্রবর্তন করা হয়েছে।
মাস্টার দীনানাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্ট এক বিবৃতিতে জানিয়েছে, এই পুরস্কারটি প্রতি বছর এমন একজন ব্যক্তিকে দেওয়া হবে 'যিনি আমাদের দেশ, দেশের জনগণ ও আমাদের সমাজে পথ প্রদর্শনকারী, দর্শনীয় ও অনুকরণীয় অবদান রেখেছেন।'
- সূত্র: হিন্দুস্তান টাইমস