অনূর্ধ্ব-২১ হকি দলকে এনএসসির ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে। ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চম স্থান অর্জনের মাধ্যমে বাংলাদেশ দল ২০২৫ সালের জুনিয়র হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। যা বাংলাদেশের জন্য প্রথমবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলার সুযোগ।
শেষ ম্যাচে চীনের বিপক্ষে ৬-৩ গোলের দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ। এই সাফল্যের পর ৫ ডিসেম্বর দেশে ফিরলে দলকে অভ্যর্থনা জানানো হয়। তাদের এই সাফল্য উদযাপন করে বাংলাদেশ হকি ফেডারেশন।
বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সংবর্ধনা অনুষ্ঠানে দলের জন্য ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন।
৬ ডিসেম্বর এনএসসি আনুষ্ঠানিক এক বিবৃতিতে দলটির অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ ২০ লাখ টাকার পুরস্কারের ঘোষণা দেয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসি মিলে দলটির কীর্তিকে সম্মান জানায়।
আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে জুনিয়র হকি বিশ্বকাপ। এই প্রতিযোগিতায় এশিয়ার সাতটি দল অংশ নেবে। স্বাগতিক দেশ হিসেবে ভারত ইতোমধ্যে তাদের স্থান নিশ্চিত করেছে। অন্যদিকে বাংলাদেশ এশিয়া কাপে সেরা ছয়ের মধ্যে (ভারত ছাড়া) অবস্থান করে বিশ্বকাপে খেলার সুযোগ করে নেয়।