শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা রনিল বিক্রমাসিংহে
ভয়াবহ আর্থিক সংকটে ভুগছে গোটা দেশ। রাজনৈতিক সংকটও চরমে। তার মধ্যেই শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমাসিংহে।
রনিল বিক্রমাসিংহে এর আগে অন্তত চারবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন। সেই তিনিই সংকটের দিনেও বসলেন দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে।
আজ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাকে শপথ পড়ান। ইউনাইটেড ন্যাশানাল পার্টির নেতা রনিলকে সমর্থন জানিয়েছেন অনেকেই।
এদিকে শ্রীলঙ্কার বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা আগেই জানিয়েছিলেন, যদি রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হয় তবে তার দলও কৌশল স্থির করবে।
সাজিথ জানিয়ে দেন, আমরা দেশের সবচেয়ে বৃহত্তম বিরোধী দল। আমরা দেশের পরিস্থিতি বুঝি।
গত কয়েকমাস ধরেই ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এর মধ্যেই সোমবার মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।
এরপর থেকি এই প্রধানমন্ত্রীর পদে বসবেন, তা নিয়ে জল্পনা ছড়াতে থাকে। এদিকে সরকারবিরোধী বিক্ষোভকারীরা প্রেসিডেন্টকেও তার পদ থেকে সরাতে চান।
তবে প্রেসিডেন্ট গোতাবায়া বুধবারই জানিয়ে দিয়েছিলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, দেশের অরাজক পরিস্থিতি বন্ধের জন্য তিনি প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিতে চান। নতুন মন্ত্রিসভাও গঠন করতে চান। যাতে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা থাকে। আর সেই কাজটাই হলো আজ। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদে বসলেন রনিল বিক্রমাসিঙ্ঘে।
গোতাবায়া আরও বলেছিলেন, শ্রীলঙ্কার নতুন মন্ত্রিসভায় রাজাপাকসে পরিবারের কেউই থাকবেন না। দেশটির নতুন মন্ত্রিসভায় কারা স্থান পান, সেটাই এখন দেখার বিষয়।