তাজমহলের কক্ষ খোলার আবেদন খারিজ করেছে ভারতের হাইকোর্ট
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/05/13/gdln2a5_taj-mahal-generic-unsplash-650_625x300_18_april_22.jpg)
হিন্দু মূর্তির সম্ভাব্য উপস্থিতি পরীক্ষা করার জন্য ভারতের আগ্রার তাজমহলের ২২টি কক্ষ খোলার নির্দেশনা চেয়ে একটি আবেদন করেন অযোধ্যায় ভারতীয় জনতা পার্টির মিডিয়া ডেস্কের ইনচার্জ রজনীশ সিং। গতকাল (১২ মে) আবেদনটি খারিজ করেছে এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চ।
বিচারপতি ডি কে উপাধ্যায় এবং সুভাষ বিদ্যার্থী আবেদনকারীকে উদ্দেশ্য করে বলেন, "দয়া করে পিআইএল (জনস্বার্থ মামলা) সিস্টেমকে উপহাস করবেন না।"
মুঘল রাজা শাহজাহান ১৬৩২ সালে তাজমহল নির্মাণের কাজ শুরু করেন। ১৬৫৩ তে এর নির্মাণ শেষ হয়।
কিন্তু, বেশকিছু হিন্দুত্ববাদী ইতিহাসবিদের মতে, বিশালাকৃতির এই যে সমাধিটি শাহজাহানের শাসনামলের অনেক আগেই নির্মিত। এমনকি এটি ভারতে মুসলিম শাসন শুরু হওয়ারও আগের বলে মনে করেন তারা।
তাজমহলে লুকানো মূর্তি ও শিলালিপির মতো 'গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রমাণ' খোঁজার লক্ষ্যে একটি অনুসন্ধান কমিটি গঠন করার জন্য আদালতের নির্দেশনা চেয়েছিলেন রজনীশ সিং।
বিচারকরা আবেদনটি খারিজ করার সময় তাকে বলেন, "আমি আপনাকে নিজেদের বাড়ির ড্রয়িংরুমে এই সমস্যাটি নিয়ে বিতর্ক করতে স্বাগত জানাই; কিন্তু আইনের আদালতে নয়।"
- সূত্র- স্ক্রল ডট ইন