পশ্চিমাদের 'হাইব্রিড যুদ্ধের' মুখোমুখি রাশিয়া, ভুগতে হবে সবাইকে
রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাবিশ্ব পুরোপুরিভাবে হাইব্রিড যুদ্ধ ঘোষণা করেছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে, চীন ভারত ও অন্যান্যদের সঙ্গে ঘনিষ্ট অংশীদারিত্ব তৈরির মাধ্যমে নিষেধাজ্ঞাগুলোকে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছে তিনি। শনিবার (১৪ মে) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের ৮০ তম দিনে এক বক্তৃতায় ল্যাভরভ বলেন, আগ্রাসনের প্রতিক্রিয়ায় নয় বরং অপরাধী হিসেবে রাশিয়াকে চিত্রিত করতেই পশ্চিমারা নিষেধাজ্ঞা চাপিয়ে রাশিয়ার ওপর।
তিনি বলেন, "পশ্চিমাবিশ্ব সম্মিলিতভাবে আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ হাইব্রিড যুদ্ধ ঘোষণা করেছে এবং এটি কতদিন স্থায়ী হবে তা ভবিষ্যদ্বাণী করা কঠিন। তবে এটি স্পষ্ট যে, এর পরিণতি সবাই ভোগ করবে।"
"সরাসরি সংঘর্ষ এড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি; কিন্তু এখন যেহেতু চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে, আমরা অবশ্যই এটি গ্রহণ করবো। আমরা নিষেধাজ্ঞার সঙ্গে অপরিচিত নই, প্রায় সবসময়ই কোনো না কোনো আকারে আমাদের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে," যোগ করেন তিনি।
ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে পশ্চিমাবিশ্ব ইউক্রেনীয় বাহিনীকে সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি রাশিয়ার শীর্ষ কোম্পানি, ব্যাংক এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অভিজাত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সংঘাত ও নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট, বেড়েছে খাদ্যশস্য এবং ভোজ্যতেলের দাম।
বক্তব্যে ল্যাভরভ আরও বলেন, রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার পশ্চিমাদের ব্যর্থ চেষ্টার বিরুদ্ধে অন্য কোথাও নতুন বাজার গড়ে তোলার কৌশল অবলম্বন করেছে মস্কো। প্রতিরোধের এই চেষ্টা আশা জাগাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
"শুধু রাশিয়াই নয়, আরও অনেক দেশই মার্কিন ডলার, পশ্চিমা প্রযুক্তি ও বাজারের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনছে," যোগ করেন তিনি।
গেল ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলছে সরাসরি সশস্ত্র সংঘাত। এই সংঘাতকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'বিশেষ সামরিক অভিযান' হিসেবে উল্লেখ করলেও পশ্চিমাবিশ্ব তা মানতে নারাজ। পশ্চিমের মতে, ইউক্রেনে 'যুদ্ধ' পরিচালনা করছে রাশিয়া। এরমাঝে দুই দেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। প্রায় তিনমাস ধরে অব্যাহত রয়েছে এ সংঘাত।
- সূত্র: রয়টার্স