ন্যাটোতে যোগদানের আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিলো সুইডেন, ফিনল্যান্ড
ফিনল্যান্ড এবং সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগদানের জন্য আজ (১৮ মে) মিত্র সদর দপ্তরে আবেদন করেছে।
বুধবার ব্রাসেলসে একটি অনলাইন ভিডিও অনুষ্ঠানে সুইডিশ এবং ফিনিশ রাষ্ট্রদূতরা আনুষ্ঠানিকভাবে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের কাছে আবেদনপত্র জমা দেন।
আবেদনপত্র গ্রহণের সময় স্টলটেনবার্গ বলেন, এই পদক্ষেপটি ইউরোপীয় নিরাপত্তার জন্য একটি 'ঐতিহাসিক পদক্ষেপ'।
তিনি বলেন, "ন্যাটোতে যোগদানের জন্য ফিনল্যান্ড এবং সুইডেনের আবেদনকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা আমাদের নিকটতম অংশীদার, এবং ন্যাটোতে আপনাদের সদস্যপদ আমাদের সকলের নিরাপত্তা বৃদ্ধি করবে।"
আমেরিকা ও রাশিয়ার মধ্যে চলা স্নায়ুযুদ্ধের সময় সুইডেন এবং ফিনল্যান্ড উভয়ই নিরপেক্ষ ছিল। এই দুটি দেশের ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত কয়েক দশক ধরে ইউরোপের নিরাপত্তার বিষয়ে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে একটি।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে নর্ডিক অঞ্চলে জনমতের ব্যাপক পরিবর্তনকে প্রতিফলিত করে এই সিদ্ধান্ত।
- সূত্র: রয়টার্স