দেখলেই ভয়! সুইডিশ মন্ত্রীর সফরে 'কলা' রাখা যাবে না!
সরকারি সফরের সময় সুইডেনের লিঙ্গসমতা বিষয়ক মন্ত্রী পাওলিনা ব্র্যান্ডবার্গের কক্ষ থেকে আগে থেকে সব কলা সরিয়ে ফেলার অনুরোধ জানানো হয়েছে। মূলত 'ব্যানানাফোবিয়া' নামক বিরল কলা-ভীতি রোগে আক্রান্ত থাকায় দেশটির সরকারি কর্মকর্তারা তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছেন। খবর বিবিসি'র।
স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেসেন জানিয়েছে, মন্ত্রীর কর্মকর্তারা ই-মেইলে অনুরোধ জানিয়েছেন, তার উপস্থিতির আগে কোথাও যেন কলা না রাখা হয়। ২০২০ সালে ব্র্যান্ডবার্গ এক্সে (সাবেক টুইটার) জানিয়েছিলেন, তার "বিশ্বের অদ্ভুততম কলা-ভীতি" রয়েছে। যদিও সেই পোস্ট পরে মুছে ফেলা হয়।
এদিকে, সুইডিশ রাজনীতিবিদ টেরেসা কারভালোও জানিয়েছেন, তারও একই ধরনের কলা-ভীতি রয়েছে। তিনি বলেন, "কর্মক্ষেত্রের নানা বিষয়ে আমাদের বিতর্ক থাকলেও, এই বিশেষ ক্ষেত্রে আমরা একটি সাধারণ শত্রুর বিরুদ্ধে একমত।"
কলা-ভীতিকে 'ব্যানানাফোবিয়া' বলা হয়। এটি বিরল হলেও এর কারণে কলা দেখা বা গন্ধ পাওয়া মাত্রই উদ্বেগ, মানসিক অস্বস্তি বা বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে। ব্র্যান্ডবার্গের অফিস থেকে পাঠানো ইমেইলে এটিকে 'শক্তিশালী অ্যালার্জি' হিসেবে উল্লেখ করা হয়েছে। মন্ত্রী নিজেও জানিয়েছেন, এটি একটি ফোবিয়া। তবে তিনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পেশাগত সাহায্য নিচ্ছেন।
বিশেষজ্ঞরা মনে করেন, অনেক বিরল ভীতির মতো ব্যানানাফোবিয়ার কারণ খুঁজে পাওয়া কঠিন। তবে শৈশবে ঘটে যাওয়া কোনো নেতিবাচক অভিজ্ঞতা থেকে এই ভীতি শুরু হতে পারে।