দক্ষিণ আফ্রিকার ধনী গুপ্ত পরিবারের দুই ভাই আরব আমিরাতে গ্রেপ্তার
ভারতীয় বংশোদ্ভূত ধনী গুপ্ত পরিবারের দুই ভাই সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। খবর বিবিসির।
দক্ষিণ আফ্রিকায় অতুল এবং রাজেশ গুপ্তর বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে হাত মিলিয়ে প্রভাব বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গ্রেপ্তারকৃতদের প্রত্যর্পণের আলোচনা চলছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা।
২০১৮ সালে বিচার বিভাগের একটি কমিশন দুর্নীতিতে তাদের জড়িত থাকার তদন্ত শুরু করলে দক্ষিণ আফ্রিকা থেকে পালিয়ে যান দুই ভাই।
লাভজনক কিছু রাষ্ট্রীয় চুক্তি হাতিয়ে নেওয়াসহ সরকারি নিয়োগের ক্ষেত্রে প্রভাব বিস্তারের জন্য ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
১৯৯৩ সালে ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় আসে গুপ্ত পরিবার। ভারতেও এই পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এর জের ধরে ২০১৮ সালে রাজধানী দিল্লিতে তাদের কোম্পানির অফিসসহ একাধিক শহরে তাদের সম্পত্তিতে অভিযান চালানো হয়।
ভারতীয় বংশোদ্ভূত এই দুই ভাইয়ের বিরুদ্ধে অনেক গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে বিভিন্ন জায়গায় প্রভাব খাটানো,ঘুষ আদান-প্রদানসহ অর্থ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত করা হয় তাদের।
তবে সাবেক প্রেসিডেন্ট জুমা ও গুপ্ত পরিবার উভয়ই এসব অভিযোগ অস্বীকার করেন।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে টানা ৯ বছর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন জ্যাকব জুমা। তবে, তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে। ২০১৮ সালে সীমাহীন দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
কারা এই গুপ্ত ভাইয়েরা?
১৯৯৩ সালে বর্ণবাদ প্রথা বিলুপ্তির পরপরই ভারতের উত্তর প্রদেশ থেকে সুদূর দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান অজয়, অতুল ও রাজেশ গুপ্ত।
কথিত আছে, অতুল গুপ্ত যখন সেদেশে পারিবারিক ব্যবসা 'সাহারা কম্পিউটারস' প্রতিষ্ঠার উদ্যোগ নেন, তখন সেখানে আমলাতান্ত্রিক জটিলতার অনুপস্থিতি দেখে অবাক হয়েছিলেন।
ব্যবসায়ে কর্মী নিয়োগের জন্য এই পরিবারের সদস্যরা দক্ষিণ আফ্রিকায় ১০ হাজারেরও বেশি লোক নিয়ে গেছেন। এছাড়া দেশটির খনিজ সম্পদ, বিমান ভ্রমণ, তথ্য-প্রযুক্তি ও মিডিয়া সেক্টরেও নতুনভাবে বিনিয়োগ করে বিরাট ব্যবসা গড়ে তুলেছেন তারা।
অতুল গুপ্ত জানান, প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই জ্যাকব জুমার সঙ্গে পরিচয় ছিল তার। একবার সাহারার কম্পিউটারসের এক বার্ষিক অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন জুমা। মূলত তখন থেকেই তাদের পরিচয়।
- সূত্র: বিবিসি