রিফাত হত্যার অভিযোগপত্রে মিন্নিসহ অভিযুক্ত ২৪ জন
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় পুলিশ যে চার্জশিট দাখিল করেছে তাতে নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।
রোববার বরগুনার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিকেল সাড়ে চারটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক হুমায়ুন কবির অভিযোগপত্রটি জমা দেন।
অভিযোপত্রে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত প্রধান অভিযুক্ত সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ডের নাম আসামির তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করা হয়েছে।
২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে জনসমক্ষে রিফাতকে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ড ও রিফাত ফরাজীসহ কয়েকজন সন্ত্রাসী। ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হলে তাতে দেখা যায়, মিন্নি রিফাতকে রক্ষা করতে চেষ্টা করছেন।
আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ওই দিন বিকেলে মারা যান তিনি। পরদিন ২৭ জুন রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তবে, পরে আরও কিছু ভিডিও ফুটেজ দেখে ও নিহত রিফাতের পিতার অভিযোগের প্রেক্ষিতে রিফাত হত্যায় মিন্নির সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক শুরু হয়।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে বরগুনার পুলিশ ১৬ জুলাই মিন্নিাকে গ্রেপ্তার করে।
মিন্নিকে গ্রেফতার করা হলেও তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন স্বয়ং মিন্নি, তার পরিবার ও তার পক্ষের আইনজীবীরা।
বরগুনার দুটি আদালতে মিন্নির জামিনের আবেদন নাকচ হবার পর বিচারপতি মোহাম্মদ ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৯ আগস্ট গণমাধ্যমের সঙ্গে কথা বলা যাবে না এই শর্তে মিন্নির জামিন আবেদন মঞ্জুর করেন।
এদিকে মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।
সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে আবেদনটির ওপর শুনানি হতে পারে।