বরগুনায় নদীতীরে ভেসে এল ২৫ ফুট লম্বা মৃত তিমি
বরগুনা জেলার পায়রা নদীর তীরে ভেসে এসেছে ২৫ ফুট লম্বা একটি তিমির মরদেহ।
সোমবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলে পায়রা নদীর তীরে ভেসে আসা তিমিটি দেখতে পান স্থানীয় জেলেরা।
গ্রামবাসীরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে সংরক্ষিত বনাঞ্চলের কাছে কেউ মাছ ধরতে যাননি। সোমববার বিকেলে কয়েকজন গিয়ে অর্ধগলিত তিমিটিকে দেখতে পেয়ে ইউএনও অফিসে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছোনবুনিয়া বনের যে অংশে তিমিটি ভেসে এসেছে, সেখানে মানুষের তেমন যাতায়াত নেই। জোয়ার হলেই জায়গাটিতে পানি উঠে যায়। এছাড়া গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তাই তিমিটি কতদিন আগে ভেসে এসেছে, তা সঠিকভাবে কেউ জানে না। সোমবার বিকেলে বিশাল তিমিটি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে।
টেংরাগিরি বন রক্ষা কমিটির সমন্বয়ক আরিফুর রহমান বলেন, ভাটার সময় নদীর পানিতে ভেসে আসা তিমিটির মরদেহ পচন ধরেছে। তিমিটিকে দ্রুত কবর না দিলে আশপাশের পরিবেশ দূষিত হতে পারে। তাছাড়া গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দলে দলে তিমি দেখতে আসছেন অনেকেই।
বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা বলেন, নদীর তীরে একটি মৃত তিমি ভেসে আসার খবর পেয়ে স্থানীয় বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তারা তিমিটির ওজন ও আকার নির্ধারণে কাজ করছে। মৃত তিমিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বরগুনায় কোনো টিম নেই। পটুয়াখালীতে একটি টিম আছে। তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। মঙ্গলবার তারা বরগুনায় এসে মৃত তিমিটিকে উদ্ধার করে মাটিচাপা দেবে।