স্ত্রীর ডেঙ্গু হওয়ায় সিটি কর্পোরেশনকে আইনি নোটিশ দিলেন স্বামী
স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিমকোর্টের একজন আইনজীবী।
এডভোকেট তানজিম আল ইসলাম নামে এই আইনজীবী নোটিশে লিখেছেন, সিটি কর্পোরেশন মশক নিধনে ব্যর্থ হওয়ার কারণে তার স্ত্রী সাদিক-উন-নাহার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন
তিনি লিখেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকেই তার স্ত্রীর ডেঙ্গু হওয়ার দায়ভার নিতে হবে কারণ তারা যে এলাকায় বসবাস করেন সে এলাকায় এই প্রতিষ্ঠানটি মশা নিধন করতে ব্যর্থ হয়েছে।
স্ত্রীর শারীরিক অবস্থা বর্ণনা করে এই আইনজীবি লিখেছেন, গত ২৯ জুন তার স্ত্রীর শরীরে ডেঙ্গু ধরা পড়ে। পাঁচ দিন একটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পরেও তিনি এখনো সুস্থ্য হয়ে ওঠেননি।
খিলগাঁও ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তানজীম নোটিশ দেয়ার পরবর্তী তিনদিনের মধ্যে তার বসবাসরত এলাকায় মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে অনুরোধ জানান।