আজ শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টির মহোৎসব
অপেক্ষার প্রহর শেষ। আর মাত্র কয়েক ঘণ্টা, এরপরই শুরু হয়ে যাবে ব্যাট-বলের লড়াই। আজ থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।
ক্রিকেট মাঠে থাকলেও মাঠের পরিবেশ আর আগের মতো নেই। এমনকি হোটেলেও কঠিন নিয়মের মধ্যে থাকতে হচ্ছে আইপিএলে অংশ নিতে যাওয়া সব ক্রিকেটারকে। করোনাভাইরাসের কারণে অনেক বিধি-নিষেধ মেনে চলতে হচ্ছে সবাইকে। স্টেডিয়ামও রাখা হচ্ছে দর্শকশূন্য। তবু আইপিএল যে শুরু হচ্ছে, এতেই স্বস্তি ক্রিকেটারদের।
প্রায় দুই মাসের টুর্নামেন্ট আইপিএল। দীর্ঘ এই সময়ে জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলা যেকোনো ক্রিকেটারের জন্য কঠিন। যদিও এসব নিয়ে ভাবছেন না রোহিত শর্মা। অবস্থা বিবেচনায় এসব নিয়ে অভিযোগের সুযোগ দেখেন না আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক।
রোহিত শর্মা বলেন, 'অসংখ্য মানুষ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, অনেকে কাজ করতে পারছে না, নিজেদের পছন্দের অনেক কিছু করতে পারছে না। আমরা অন্তত ভাগ্যবান যে পছন্দের কাজটি করতে পারছি। দিনশেষে আমি নিজে অন্তত ক্রিকেট খেলতে পেরে খুশি, কারণ এটিই আমার পছন্দের কাজ। মানিয়ে নিতে হলে, মানিয়েই নিতে হবে।'
বিরাট কোহলির ভাবনাও এমন। তিনি বলেন, 'চিন্নাস্বামি স্টেডিয়ামে (বেঙ্গালুরুর হোম ভেন্যু) ঘরের দর্শকের সামনে খেলার মতো অনুভূতি আর কিছুতে নেই। আমি এটা অবশ্যই মানি ও একমত। দর্শকরা অবশ্যই আমাদের খেলা দেখা মিস করবেন। কিন্তু সময়টাই এমন। ভালো ব্যাপারটি হলো যে, আমরা ভারতে ফিরতে পেরেছি।'
ভারতে করোনাভাইরাসের প্রকোপ কঠিন আকার ধারণ করেছে। প্রতিদিনই লাখো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। আইপিএলের বিভিন্ন দলেও হানা দিয়েছে করোনা। এরপরও আয়োজন করা হচ্ছে আইপিএল। এর পেছেনে যে অর্থের ঝনঝনানি আছে, সেটা বলাই বাহুল্য।
আইপিএলের এবারের আসর থেকে প্রায় ৪ হাজার কোটি রুপি আয় করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টিভি সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার ইন্ডিয়ার কাছ থেকেই ৩ হাজার ২৬৯ কোটি রুপি পাবে বিসিসিআই।
টাইটেল স্পন্সর ভিভো দিচ্ছে ৪৪০ কোটি রুপি। অন্য পাঁচটি অফিসিয়াল স্পন্সর থেকে মিলবে আরও ২২০ কোটি। আম্পায়ার ও স্ট্র্যাটেজিক টাইম-আউট স্পন্সরশিপ থেকে প্রাপ্তি ৬০ কোটি রুপি। এর বাইরেও কিছু আয়ে আছে বিসিসিআই।