আবারও ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর ওয়ালটন
আবারও ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর হয়েছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। এ নিয়ে টানা নবমবারের মতো প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হলো ওয়ালটন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এবারের আসরের নামকরণ করা হয়েছে 'বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০১৯-২০ স্পন্সর্ড বাই ওয়ালটন।'
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে ওয়ালটন গ্রুপের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ সম্মেলনে উপস্থিত বিসিবি পরিচালক ও সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম এবং ওয়ালটনের অতিরিক্ত পরিচালক মিলটন আহমেদ।
সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম বলেন, 'বরাবরের মতো এবারও আমরা লিগের স্পন্সর হিসেবে ওয়ালটনকে পেয়েছি। ওয়ালটন আমাদের গত আট বছর স্পন্সর করেছে। শুধু ঢাকা লিগই নয় জাতীয় ক্রিকেট লিগের স্পন্সর ওয়ালটন। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তারা বিসিবিকে অবিশ্বাস্যভাবে সহযোগিতা করে আসছে।'
ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, 'আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। তারা এক যুগ ধরে আমাদের পৃষ্ঠপোষকতার সুযোগ করে দিয়েছে। ঘরোয়া ক্রিকেট হচ্ছে আমাদের ক্রিকেটের মূল ভিত্তি। আমরা চাই সব সময় ক্রিকেটের পাশে থাকতে, সব সময় ক্রিকেটের উন্নয়নে বিসিবির পাশে থাকতে। আমরা চাই জাতীয় দলের পাইপলাইন আরও সমৃদ্ধ হোক।'
ঢাকা লিগে স্পন্সরশিপ ছাড়াও টুর্নামেন্টের মান বাড়াতে ম্যাচ অফিসিয়ালদের (আম্পায়ার, রেফারি) পোশাক দিয়েছে ওয়ালটন। পাশাপাশি প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে আকর্ষণীয় ট্রফি এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেবে ওয়ালটন।
করোনার প্রকোপে গত বছর প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে যায়। লম্বা বিরতির পর ৩১ মে মাঠে গড়াতে যাচ্ছে আসরটি। প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমে হিসেবে আসরটিকে ধরা হলেও এবার ভিন্ন ফরম্যাটে খেলা হবে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ।