ল’রিয়ালের উত্তরাধিকারীকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী নারী এখন ওয়ালমার্ট প্রতিষ্ঠাতার মেয়ে
ওয়ালমার্টের শেয়ারদর সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। এর সুবাদের এই রিটেইল জায়ান্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের মেয়ে অ্যালিস ওয়ালটন পরিণত হয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী নারীতে।
প্রসাধন ব্র্যান্ড ল'রিয়ালের উত্তরাধিকারী, ফ্রাঁসোয়া বেটেনকোর্টকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে শীর্ষ ধনী নারীর স্থান দখল করেছেন অ্যালিস।
অ্যালিস ওয়ালটন এখন ৮৯.১ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক। অন্যদিকে ফ্রাঁসোয়া বেটেনকোর্টের সম্পত্তির পরিমাণ এখন ৮৮.৪ বিলিয়ন ডলার।
ফোর্বসের রিয়েল-টাইম ট্র্যাকার অনুযায়ী, সবমিলিয়ে অ্যালিস এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ১৮তম অবস্থানে আছেন। এ তালিকায় ১৭তম স্থানে আছেন তার ভাই রব ওয়ালতন।
এ বছরে এখন পর্যন্ত ওয়ালমার্টের শেয়ারের দাম ৪৭ শতাংশ বেড়েছে, অন্যদিকে এ সময়ে ল'রিয়ালের শেয়ারের দাম কমেছে ১৩ শতাংশ।
গত এক দশকে ওয়ালমার্টের ২২ বিলিয়ন ডলারের বেশি শেয়ার বিক্রি করা হয়েছে। তারপরও ওয়ালটনের উত্তরাধিকারীরা এখনও তাদের বাবার প্রতিষ্ঠিত কোম্পানির ৪৬ শতাংশ শেয়ারের মালিক। স্যাম ওয়ালটন ১৯৯২ সালে মারা যান।
ফোর্বসের প্রাক্কলন অনুযায়ী, পরিবারটির মালিকানাধীন ওয়ালটনের তিন-চতুর্থাংশ অ্যালিস ওয়ালটন আর তার সহোদর জিম ও রব ওয়ালটনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। বাকি শেয়ারের অধিকাংশের মালিক তাদের মৃত ভাই জন ওয়ালটনের উত্তরাধিকারীরা।
অ্যালিস ওয়ালটন ১৯৭১ সালে টেক্সাসের ট্রিনিটি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি শিল্প সংগ্রহের দিকে ঝোঁকেন। নিজ শহর আরাকানসাসের বেন্টনভিলে পারিবারিক মালিকানাধীন ক্রিস্টাল ব্রিজেস মিউজিয়াম অভ আমেরিকান আর্ট-এর চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেন এক দশক।
গত এক দশক ধরে নানা জনহিতৈষী কাজ করেছেন অ্যালিস ওয়ালটন। এছাড়া তার আর্ট ব্রিজেস ফাউন্ডেশন মার্কিন শিল্পকলার জন্য কাজ করে।
তিনি সম্প্রতি অ্যালিস এল. ওয়ালটন স্কুল অভ মেডিসিন প্রতিষ্ঠা করেছেন। স্বতন্ত্র প্রতিষ্ঠানটি ২০২৫ সালে বেন্টনভিলে ক্লাস শুরু করার কথা রয়েছে।