আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকা
টুর্নামেন্ট শুরুর বাকি মাত্র ১৩ দিন। এমন সময়ে আর্জেন্টিনা থেকে কোপা আমেরিকা সরিয়ে নেওয়া হলো। আর্জেন্টিনায় করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
কলম্বিয়ার পর আর্জেন্টিনাতেও কোপার আসর বসছে না। ফলে আবারও অনিশ্চয়তায় পড়ে গেলো লাতিন অঞ্চলের ঐতিহ্যবাহী এই আসরটি। আগামী ১৩ জুন থেকে আর্জেন্টিনায় কোপা আমেরিকা শুরু হওয়ার কথা ছিল। তবে কোন দেশে আসরটি আয়োজন করা যায়, সেই সন্ধানে আছে কনমেবল।
কী কারণে আসরটি আর্জেন্টিনা থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তা জানায়নি কনমেবল। আর্জেন্টিনায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
বিবৃতিতে কনমেবল জানিয়েছে, অন্যান্য দেশের প্রস্তাব বিবেচনা করছে তারা, যারা টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী এবং শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এ নিয়ে সোমবারই কনমেবলের কর্তারা বৈঠক করবেন। যদিও এই অল্প সময়ের মধ্যে নতুন কোনো দেশের আয়োজক হওয়ার পথটি সহজ হবে না।
কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো দুই দেশের যৌথ আয়োজক হওয়ার কথা ছিল। আসরটি আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কিন্তু গত ২০ মে কনমেবল জানায়, কলম্বিয়ায় হচ্ছে কোপা আমেরিকা।
সরকারবিরোধী আন্দোলনে কলম্বিয়ায় দেশজুড়ে অস্থিরতা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফের্নান্দেস জানান, পুরো আসর একাই আয়োজন করতে প্রস্তুত তারা।
কোপা আমেরিকার এই আসরটি গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে আসরটি এক বছর পিছিয়ে দেওয়া হয়। আগামী ১৩ জুন শুরু হয়ে ১০ জুলাই কোপা আমেরিকা শেষ হওয়ার ছিল। কিন্তু এবারও আসরটির ভাগ্য অন্ধকারে পড়ে রইলো।