এবার আলোচনায় রোনালদোর ‘রুডিগার কাণ্ড’!
ক্রিশ্চিয়ানো রোনালদো কিছু করবেন, আর তা নিয়ে খবরের শিরোনাম হবে না- এ যেন হতে পারে না। কদিন আগেই তার কোকাকোলার বোতল সরিয়ে দেওয়া নিয়ে হয়ে গেল হুলুস্থূল কাণ্ড। গতকাল মিউনিখে জার্মানি-পর্তুগালের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় আন্তোনিও রুডিগারের সাথে যা করলেন, তাকে রীতিমতো ছেলেখেলাই বলা চলে।
ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগাল-জার্মানি ম্যাচ নিয়ে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। এই ম্যাচে রুডিগারের সাথে নিজের অসামান্য ফুটবল দক্ষতা ও কৌশল দেখিয়ে তাকে যেন লজ্জিতই করেছেন রোনালদো।
৩৬ বছর বয়সী পর্তুগিজ তারকা টুর্নামেন্টে নিজের তৃতীয় গোলটি করেন জার্মানির বিপক্ষে এবং দলকে ১-০ লিড এনে দেন। নিজের গোল সামান্য একটা ট্যাপ-ইনে হলেও, খেলার প্রথমার্ধে অসাধারণ নিয়ন্ত্রণ ও দক্ষতা দেখিয়েছেন রোনালদো।
রোনালদোর পেছনে বলের জন্য ছুটছিলেন রুডিগার, বল নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু রোনালদো বেশ চমৎকারভাবে বলকে চেলসি ডিফেন্ডারের মাথার উপর দিয়ে উড়িয়ে আনেন। শুধু তাই নয়, রোনালদো বল ধরার ভানও করেন, তবে সাথে সাথেই নিজের হাত নামিয়ে আনেন। এমন সময় রুডিগার তাকে জাপ্টে ধরে থামানোর চেষ্টা করলে রোনালদো অনেকটা পাত্তা না দেওয়ার ভঙ্গিতে, অন্যদিকে তাকিয়ে ব্যাক-ফ্লিকের মাধ্যমে পা দিয়ে বল ঠেলে সরিয়ে দেন।
রোনালদোর এই রুডিগার-কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা রকম প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাকে 'গোট ফর দ্য রিজন' বলে আখ্যা দিয়েছেন, আবার অনেকেই বলছেন এটা ছিল 'অবাস্তব'।
এএফসিব্রেজি মন্তব্য করেছে, 'সে শূন্যে ভাসতে থাকা বলকে ধরার ভান করছিল, যেন একটা তামাশা করছে।' জেওয়াইফোরডিপি আরও লিখেছে, 'হাতের সেই ব্যাপারটা স্রেফ নির্দয় ছিল।'
তবে কেউ কেউ মনে করছেন রোনালদোর শো-অফের শিকার হয়েছেন রুডিগার। অ্যান্ড্রু লিওং হাসির ইমোজি দিয়ে লিখেছেন 'এদিকে রুডিগার ওখানে অপমানিত হচ্ছেন।'
আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'রোনালদো থামো! তার একটা পরিবার আছে।'
জার্মানির বিপক্ষে গোল করার মাধ্যমে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রেকর্ড ১২তম গোলের অধিকারী হয়েছেন রোনালদো।
যদিও রোনালদোর গোল পর্তুগালকে জয় এনে দিতে পারেনি। প্রথমার্ধেই পর্তুগালের রুবেন ডিয়াজ ও রাফায়েল গেরেইরোর আত্মঘাতী গোলের ফলে ২-১ গোলে এগিয়ে যায় জার্মানি।
পরে দ্বিতীয়ার্ধে কাই হাভার্টজ ও রবিন গোসেনস জার্মানির হয়ে দুটি গোল করেন এবং জার্মানিকে বড় জয় এনে দেন। তাই শেষ মুহূর্তে এসে দিয়েগো জোতার গোল পর্তুগালের কোনো কাজে আসেনি।
সূত্র- ডেইলি মেইল