ওয়ানডের প্রাথমিক দলে চমক ইমরুল, ফিরেছেন সাকিব
শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফেরার পর বিশ্রামের জন্য তেমন সুযোগ মিলবে না বাংলাদেশের ক্রিকেটারদের। কয়েকদিনের মধ্যেই শুরু করতে হবে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। এই সিরিজকে সামনে রেখে শনিবার ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডের প্রাথমিক দলে চমক হিসেবে রাখা হয়েছে ইমরুল কায়েসকে। বাঁহাতি অভিজ্ঞ এই ক্রিকেটার সর্বশেষ ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন। লঙ্কা সফর থেকে ছুটি নেওয়া সাকিব আল হাসানকে ফেরানো হয়েছে ওয়ানডের প্রাথমিক দলে। টেস্টের প্রাথমিক দলে ডাক পাওয়া পেসার শহিদুল ইসলাম ওয়ানডের প্রাথমিক দলেও জায়গা করে নিয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি শুরু হচ্ছে ২ মে থেকেই। প্রাথমিক দলের ক্রিকেটারদের মধ্যে যারা দেশে আছেন, তারা রোববার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন। আগামী ১২ মে শ্রীলঙ্কা দলের বাংলাদেশে আসার কথা রয়েছে।
২৪ সদস্যের প্রাথমিক দল: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকদ, মাহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।