ওয়ানডে সিরিজে পেস বোলিং কোচকে পাচ্ছে না বাংলাদেশ
শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের সঙ্গে দেশে ফেরেননি পেস বোলিং কোচ ওটিস গিবসন। পরিবারকে সময় দিতে শ্রীলঙ্কা থেকেই ইংল্যান্ডে উড়াল দেন তিনি। সহসাই ফিরছেন না ক্যারিবীয় এই কোচ। অর্থাৎ, ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পেস বোলিং কোচকে পাচ্ছে না বাংলাদেশ।
সচরাচর সিরিজ চলকালীন এমন হয় না। বাংলাদেশের খেলা চলাকালীন সব কোচিং স্টাফের উপস্থিতিই নিশ্চিত করে থাকে বিসিবি। এবার হলো তার ব্যতিক্রম। তবে পেস বোলিং কোচের জায়গাটি খালি রাখছে না বিসিবি। এই সিরিজের জন্য স্থানীয় কোনো কোচকে দায়িত্ব দেওয়া হবে।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ওটিস গিবসনের অবর্তমানে কোন স্থানীয় কোচ দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে কিছু বলেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে ওটিস গিবসন দলের সঙ্গে যোগ দেবেন বলে জানান জালাল ইউনুস ইউনুস।
তিনি বলেন, 'ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ওটিস গিবসন দলের সঙ্গে থাকছেন না। তিনি ইংল্যান্ডে পরিবারের কাছে গেছেন। শ্রীলঙ্কা সিরিজ শেষে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এই সময়টায় অন্য কেউ তার জায়গায় দায়িত্ব পালন করবেন। স্থানীয় কোনো কোচকে এই দায়িত্ব দেওয়া হবে।'
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। সিরিজটির বেশিদিন বাকি না থাকলেও এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে, ২৩ মে থেকে শুরু হতে পারে ওয়ানডে সিরিজটি। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা।