করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফি বিন মুর্তজা
একের পর এক দুঃসংবাদ আসছে। করোনাভাইরাসের ছোবলে দিশেহারা অবস্থা। দুঃসংবাদের মিছিলে এবার যোগ হলো মাশরাফি বিন মুর্তজার নাম। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
দুইদিন ধরে মাশরাফির জ্বর। শুক্রবার রাতে করোনা টেস্ট করান তিনি। আজ শনিবার টেস্টে পজিটিভ এসেছে। মাশরাফির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা।
মোরসালিন বলেন, 'ভাইয়ের দুইদিন ধরে জ্বর। কাল রাতে টেস্ট করান উনি। আজ টেস্টে পজিটিভ এসেছে। ভাই বাসাতেই আছেন আইসোলেশনে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।'
পরে মাশরাফিও জানালেন তার শারীরিক অবস্থা। তিনি বলেন, 'উপসর্গ বোঝার পর থেকে আলাদা ছিলাম। এখনও বাসাতে সেভাবেই আছি। গুরুতর সমস্যা নেই, ঠিক আছি। জ্বর ও গা ব্যথা ছাড়া তেমন কোনো সমস্যা নেই। সবাই দোয়া করবেন।'
মাশরাফির পরিবারে এরআগেও কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাশরাফির আত্মীয়র মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে তার নানা ডা. মাসুদ আহম্মেদ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন।
চারদিন আগে কোভিড-১৯ পজিটিভ হন মাশরাফির শাশুড়ি হোসনে আরা। এরআগে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির বোনের মেয়ে আগামী করোনাভাইরাসে আক্রান্ত হয়। আগামীর থেকেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন তার শাশুড়ি।
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই এই ভাইরাস মোকাবিলায় কাজ করে আসছেন মাশরাফি ও তার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। শুরুর দিকে নড়াইলে মাঠে থেকে কাজ করেছেন নড়াইল-২ আসনের এই সংসদ সদস্য। সরকারি অনুদানের পাশাপাশি নিজ অর্থায়নে দুস্থ-অসহায়দের বিভিন্নভাবে সাহায্য করে আসছেন ওয়ানডের সফলতম এই অধিনায়ক।
নিজ অর্থায়নে কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়াসহ, নড়াইল সদর হাসপাতালে জীবাণুনাশক কক্ষ স্থাপন, চিকিৎসকদের সুরক্ষায় 'ডক্টরস সেফটি চেম্বার' বানিয়ে দিয়েছেন মাশরাফি।
নিজ অর্থায়নেই নড়াইলের ডাক্তার ও সংবাদকর্মীদের জন্য ৫০০ পিপিই (পার্সোনাল প্রটেকশন ইক্যুয়েপমেন্ট) দেন মাশরাফি। এ ছাড়া বাড়ি বাড়ি গিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে তার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ভ্রাম্যমাণ মেডিকেল দল।
এরপর তামিম, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহর সঙ্গে মিলে টিম বয়দের এক লাখ টাকা করে দেন মাশরাফি। নিজের বহুদিনের সঙ্গী প্রিয় ব্রেসলেটটিও মানবতার সেবায় উৎসর্গ করেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। সর্বশেষ নড়াইলে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের সঙ্কট সমাধানে এগিয়ে যান তিনি।
মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলার তিন উপজেলায় ১০ জন মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সম্মানী দেওয়া হবে ফাউন্ডেশন থেকে। এ ছাড়া করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও ল্যাবে পাঠানোর কাজে ফাউন্ডেশনের নিজস্ব অ্যাম্বুলেন্স ও আনুষঙ্গিক সহায়তা দেওয়া হবে।