সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্সের একজন মার্কিন প্রবাসীর মালিকানা 'জোর করে লিখিয়ে নেওয়ার' অভিযোগে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর দেখা মামলার নথি অনুযায়ী, প্রবাসী সরোয়ার গোলাম চৌধুরী বাদী হয়ে রাজধানীর মিরপুরের পল্লবী থানায় মামলাটি করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সিলেট স্ট্রাইকার্সকে কেনার সময় দলটির চেয়ারম্যান ছিলেন সারওয়ার।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি ও তার লোকজনের বিরুদ্ধে ২০২৩ সালে জোরপূর্বক সাড়ে চার কোটি টাকার মালিকানা লিখিয়ে নেওয়ার অভিযোগ করেছেন এ প্রবাসী।
মামলার বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, মাশরাফি ও তার লোকজন সারওয়ারকে মালিকানার টাকা না দিয়ে তার প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।
বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে কয়েক বছর আগে রাজনীতিতে প্রবেশ করেন।
২০১৮ সালের ডিসেম্বরে তিনি তার নির্বাচনী এলাকা নড়াইল-২ থেকে ৯৬ শতাংশ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ওই আসন থেকে পুনরায় জেতেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে মাশরাফি একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হন। ২০২২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানো, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে মাশরাফি ও তার বাবা গোলাম মর্তুজা স্বপনসহ ৯০ জনের নামে গত (১০ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান।