করোনার মাঝেও শপিংয়ে ব্যস্ত রোনালদোর বান্ধবী
করোনার দাপটে তটস্থ পুরো বিশ্ব। জরুরী কাজ না থাকলে কেউ-ই বাড়ির বাইরে যাচ্ছেন না। পুরো বিশ্বে সেলফ কোয়ারেন্টিনে আছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। কিন্তু এসবের কিছুতেই তোয়াক্কা নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজের। করোনার মাঝেই শপিং করে বেড়াচ্ছেন আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ এই মডেল।
কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হন রোনালদোর মা। মাকে দেখতে পুতর্গালে যান সিআরসেভেন। সেখানে গিয়ে করোনাভাইরাসের ভয়াবহতা জানতে পেরে মাদেইরাতে নিজের বাড়িতে কোয়ারেন্টিনে চলে যান পর্তুগিজ এই ফুটবল সেনশেসন। একই বাড়িতে রোনালদোর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আছেন জর্জিনা রদ্রিগেজও।
করোনা সতর্কতায় রোনালদোর বাড়ির কেউ-ই বাইরে বের হচ্ছেন না। রোনালদোও সব সতর্কতা অবলম্বন করছেন। কিন্তু ব্যতিক্রম জর্জিনার ক্ষেত্রে। মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের এই প্রকোপের মাঝেও শপিংয়ে বেড়িয়ে পড়েছিলেন তিনি। পর্তুগালের ফুনচালের একটি মলে জর্জিনাকে শপিং করতে দেখা গেছে।
জর্জিনার শপিংয়ের দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন অনেকে। এই ঘটনা ছড়িয়ে পড়ার পর অনেকেই জর্জিনাকে নিয়ে সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রোনালদোর বান্ধবীর এমন কাণ্ডজ্ঞানহীনতায় অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন।
করোনা সতর্কতায় বার্তা দিয়েছেন রোনালারদো। নিজে গৃহবন্দী হয়ে থাকার পাশাপাশি সবাইকে বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন জুভেন্টাসের এই তারকা ফুটবলার। সেখানে তার বান্ধবীই নিয়ম মেনে না মেনে বাইরে বেড়িয়ে পড়েছেন, সেটাও কিনা শপিংয়ের জন্য!
ইতালিতে ভয়বহ রূপ নিয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত ইতালিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে। রোনালদোর ক্লাব জুভেন্টাসের তিনজন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম আক্রান্ত হন জুভেন্টাসের ডিফেন্ডার দানিয়েলে রুগানি।
জুভেন্টাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হন ব্লেইজ মাতুইদিও। সর্বশেষ করোনায় আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি।
করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে জুভেন্টাসের গঞ্জালো হিগুয়েন, সামি খেদিরা, ডগলাস কস্তা ও মিরালেম পিয়ানিচের। পরিবারের সঙ্গে সময় কাটাতে এই চার ফুটবলার এরই মধ্যে দেশে ফিরে গেছেন। যদিও এই জরুরী অবস্থায় তাদের দেশে ফেরা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইতালিতে করোনার দাপটের শিকার দেশটির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনিও। মালদিনি ও তার ছেলে দানিয়েল মালদিনি করোনায় আক্রান্ত হয়েছেন।