করোনার হানায় বাতিল ম্যানচেস্টার টেস্ট, ইংল্যান্ডের কোভিড অব্যবস্থাপনার দিকে আঙুল
টস হওয়ার মাত্র দু'ঘণ্টা আগে স্থগিত হয় ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ। টেস্ট বন্ধ হওয়ার পেছনে ইংল্যান্ডের কোভিড অব্যবস্থাপনার দিকে আঙ্গুল তুলছে ভারত সমর্থকরা।
লর্ডস টেস্টে জেতার পর ভারতীয় দল যখন লন্ডন থেকে লিডসে গিয়ে পৌঁছায়, তখনই বরিস জনসনের সরকার ইংল্যান্ডের কোভিডবিধি শিথিল ঘোষণা করে। মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতাও শিথিল করা হয়।
লিডসে শহরের যে হোটেলে ভারতীয় দলকে রাখা হয়েছিল, সেখানে লবি থেকে রেস্টুরেন্ট, ক্যাফে, সর্বত্র বাইরের লোকের অবাধ যাতায়াত ছিল। হোটেলে অন্য অতিথিদের থাকার ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ ছিল না। ক্রিকেটারদের আর পাঁচজনের সঙ্গে একই লিফটে ওঠানামা করার অভিযোগও সামনে এসেছে।
সাজঘর, ক্রিকেটারদের যাতায়াতের প্যাসেজ, সর্বত্র বহু অবাঞ্ছিত মানুষের চলাচলের অভিযোগও উঠেছে।
আঙুল উঠছে বিরাট কোহলির দিকেও। একই হোটেলে ছিল রবি শাস্ত্রীর বই প্রকাশের অনুষ্ঠান। গোটা ভারতীয় দল ওই অনুষ্ঠানে ছিল। ওই অনুষ্ঠানের পরেই শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর, ফিজিওথেরাপিস্ট নিতিন পটেল করোনা আক্রান্ত হন।
কিন্তু, এরপর কোহলিদের প্রত্যেকের কোভিড পরীক্ষা হয়েছে। প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ আসে।
- সূত্র: আনন্দবাজার পত্রিকা