প্রোটিয়া সফর থেকে কোহলির বিরতি, কোহলি-রোহিত সংঘাত স্পষ্ট?
হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা। সুতরাং, প্রোটিয়া সফরে বিরাট কোহলির নেতৃত্বে মাঠে নামা হবে না হিটম্যানের। এবার নতুন খবর, দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন বিরাট কোহলি। তাই নতুন ওয়ান ডে ক্যাপ্টেন রোহিতের নেতৃত্বে প্রোটিয়া সফরে মাঠে নামা হচ্ছে না কোহলির।
টি-২০ বিশ্বকাপের পর নিজেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কোহলি। তার জায়গায় নেতৃত্ব উঠেছে রোহিতের হাতে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে কোহলি বিশ্রামে থাকায় রোহিতের নেতৃত্বে এখনও মাঠে নামেননি তিনি। অন্যদিকে টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন রোহিত। তাই মুম্বাই টেস্টে কোহলির নেতৃত্বে খেলা হয়নি তার।
সুতরাং, নেতৃত্বের হাতবদলের পর কোহলি ও রোহিত একে অপরের অধীনে মাঠে নামেননি। দক্ষিণ আফ্রিকা সফরেও যে তা হবে, সেই সম্ভাবনা ক্ষীণ।
এমনিতেই বিরাটকে সরিয়ে রোহিতকে ওয়ান ডে ক্যাপ্টেন করার পর থেকে দুই সিনিয়র তারকার মধ্যে সম্ভাব্য ঝামেলা নিয়ে গুঞ্জন উঠছে ভারতীয় ক্রিকেটমহলে। এবার দক্ষিণ আফ্রিকা সফরে কোহলির বিশ্রাম নিতে চাওয়ার খবর যে সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে তাতে সন্দেহ নেই। দুই তারকার পারস্পরিক সম্পর্কের ফাটলটা ক্রমশ স্পষ্ট হচ্ছে বলে ধারণা ক্রিকেটপ্রেমীদের।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা মোহাম্মদ আজহারউদ্দিনও এমনটাই মনে করছেন। তার ভাষ্যে, ইনজুরির কারণে রোহিতের টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া স্বাভাবিক বিষয়। ঠিক তেমনই কোহলির ওয়ান ডে সিরিজ থেকে বিশ্রাম নিতে চাওয়ার মধ্যেও কোনও অস্বাভাবিকতা নেই। তবে দুজনের দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে যাওয়ার সময়টা বিতর্কের আগুন উসকে দিচ্ছে। এতে সম্পর্কের ফাটল নিয়ে গুজবটা সত্যি মনে হতে পারে।
আজহারউদ্দিন টুইট করেন, 'বিরাট কোহলি জানিয়েছে, ওকে ওয়ান ডে সিরিজে পাওয়া যাবে না এবং রোহিত শর্মা টেস্ট সিরিজে নেই। বিশ্রাম নিতে চাওয়া খারাপ বিষয় নয়। তবে সময়টা আরও একটু যথাযথ হওয়া উচিত। এতে সম্পর্কের ফাটলের গুজবটাই সত্যি মনে হবে।'
সূত্র: হিন্দুস্তান টাইমস