করোনায় আক্রান্ত হাবিবুল বাশার
ক্রিকেটাঙ্গনে আবারও থাবা বসিয়েছে করোনাভাইরাস। এরআগে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও টেস্ট অধিনায়ক মুমিনুল হক করোনায় আক্রান্ত হন। এবার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো আছে। নিজ বাসাতেই আইসোলেশনে আছেন হাবিবুল বাশার। সাবেক এই অধিনায়ক করোনায় আক্রান্ত হলেও তার স্ত্রী, সন্তানের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন হাবিবুল বাশার নিজেই।
গত দুইদিন ধরে জ্বর হাবিবুল বাশারের। আজ জ্বর কিছুটা কমেছে। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল এই অধিনায়ক বলেন, 'খুব জ্বর ছিল দুই দিন ধরে। এরপর টেস্ট করাই। আজ ফল এসেছে, পজিটিভ। এখন তেমন অস্বস্তি বোধ করছি না। শরীরের অবস্থা ভালোই আছে।'
করোনায় আক্রান্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যেতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। গত মঙ্গলবার মুমিনুল ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়। দুই ক্রিকেটারই নিজে বাসায় আইসোলেশনে আছেন। করোনায় আক্রান্ত হওয়ার কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এই দুই ক্রিকেটারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।