করোনায় দেশের সব খেলাধুলা বন্ধ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/03/16/90016263_872654946528583_1051890078369972224_n.jpg)
প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় আটকে গেছে পুরো বিশ্ব। খেলার মাঠেও নেমে এসেছে স্থবিরতা। আন্তর্জাতিক সব খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত হয়ে গেছে বাংলাদেশের পাকিস্তান সফর। এরআগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। এবার ঘোষণা এলো দেশের সব খেলা স্থগিত রাখার।
আগামীকাল ১৭ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব খেলাধুলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব ফেডারেশনকে নিয়ে সোমবার যুব মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে বসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বৈঠক শেষে সব খেলাধুলা বন্ধ রাখার ঘোষণা দেন তিনি।
এ ছাড়া আন্তর্জাতিক ইভেন্টও এপ্রিলের পর আয়োজন করতে বলেছেন প্রতিমন্ত্রী। বেঠক শেষে জাহিদ আহসান রাসেল গণমাধ্যমকে বলেন, '৩১ মার্চ পর্যন্ত সব ধরনের খেলাধুলা ও টুর্নামেন্ট স্থগিত থাকবে।'
প্রতিমন্ত্রী আরও বলেন, 'করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে একজন মন্ত্রী ক্রিকেট, ফুটবল টুর্নামেন্টের বিষয়টি উত্থাপন করেছিলেন, তখন প্রধানমন্ত্রী বলেছেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল ঘরোয়া খেলা আপাতত বন্ধ রাখবেন। এ ছাড়া আন্তর্জাতিক কোনো ইভেন্ট যদি থাকে, সেটিও এপ্রিলের পরে করার অনুরোধ করব।'
ক্রিকেট মাঠে বলের ব্যবহার নিয়ে জাহিদ আহসান রাসেল বলেন, 'ক্রিকেট খেলায় বল করার সময় বল সুইং করানোর জন্য মুখের লালা ব্যবহার করা হয়, যা স্বাস্থ্য ঝুঁকি। তাই আপাতত সব খেলা বন্ধ রাখাই ভালো।' দেশের সব খেলাধুলা বন্ধ রাখার এমন ঘটনা এবারই প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে। শুধু দেশেই নয়, পুরো বিশ্বেই এই ঘটনা প্রথম।
করোনা সতর্কতায় সব খেলাধুলা স্থগিত ঘোষণা করা হলেও প্রিমিয়ার ফুটবল লিগ ও বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা চলছিল। ক্রীড়া মন্ত্রণালয়ের ঘোষণার পর এই দুটি লিগও বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা আগামী ১৪ দিন মাঠে গড়াচ্ছে না এটা চূড়ান্ত। লিগ নতুন করে কবে মাঠে গড়াবে, সেটা নিয়ে এখনই ভাবছে না বিসিবি।
এ বিষেয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সমন্বয়ক আমিন খান বলেছেন, 'সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তাতে আমাদের কিছু করার থাকবে না। আমাদের লিগ বন্ধ রাখতে হবে। আবার কবে থেকে শুরু করব, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। শিগগিরই আমরা জানিয়ে দেব।'
যদিও বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আপাতত দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।