কাজ সহজ দেখেই কম বেতন পান আপনারা: সাংবাদিকদের মরিনহো
মৌসুমের শুরুটা ভালো হলেও সিরি আ'য় এ মুহূর্তে ধুঁকছে রোমা। গত শনিবার ইন্টার মিলানের কাছে ০-৩ গোলে হারার পর বর্তমানে লিগ টেবিলে সপ্তম স্থানে অবস্থান করছে জোসে মরিনহোর দল।
দলের বাজে পারফরম্যান্সের জন্য সমালোচনার কেন্দ্রে রয়েছেন যথারীতি মরিনহোই। ইন্টারের বিপক্ষে ম্যাচের পর এসব 'অনর্থক' সমালোচনার জন্য সাংবাদিকদের এক হাত নিয়েছেন এই পর্তুগিজ।
ম্যাচের পর জনৈক সাংবাদিকের এক প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়ে মরিনহো বলেন, "(আমাদের তুলনায়) আপনাদের কাজ অনেক সহজ। এজন্যই আপনাদের চেয়ে এতো বেশি বেতন পাই আমরা।"
রোমার ছন্দপতনের জন্য ইনজুরিকে দায়ী করেন মরিনহো। ম্যাচের ব্যাপারে এই বর্ষীয়ান কোচ বলেন, "সাধারণ পরিস্থিতিতেই ইন্টার আমাদের চেয়ে শক্তিশালী। আর এরকম অস্বাভাবিক পরিস্থিতিতে তো আরও শক্তিশালী। আজ ইনজুরি ও সাসপেনশনের জন্য তাদের বিপক্ষে খেলাটা খুবই খুবই কঠিন হয়ে পড়েছিল।
"আক্রমণভাগে আমাদের শক্তিমত্তা ছিল শূন্য। আর রক্ষণে বেশ কয়েকজনকে নিজের পছন্দের পজিশনের বাইরে খেলতে হয়েছে। এভাবে খেললে পরিণতি এমনই হয়।"
প্রথম তিন ম্যাচ জিতে দুর্দান্তভাবে মৌসুম শুরু করা রোমা এখন সব মিলিয়ে কিছুটা বেকায়দায় রয়েছে। ইনজুরির জন্য বর্তমানে দলের বাইরে আছেন উইঙ্গার স্টিফেন এল শারাওয়ে ও মিডফিল্ডার লরেনজো পেলেগ্রিনি। আর হলুদ কার্ডের সাসপেনশনে গত ম্যাচে মাঠে নামতে পারেননি স্ট্রাইকার ট্যামি আব্রাহাম ও ডিফেন্ডার রিক কার্সড্রপ।
সূত্র: মার্কা।