কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/07/06/brazil.jpg)
ঘরের মাঠে কোপা আমেরিকা মানেই ব্রাজিলের শিরোপা নিশ্চিত। এর আগে পাঁচটি আসরের আয়োজক হয়ে প্রতিবারই শিরোপা জিতেছে সেলেসাওরা। এবারও সেই পথে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পেরুকে হারিয়ে লাতিন অঞ্চলের সবেচেয়ে জমজমাট আসরটির ফাইনালে উঠেছে ব্রাজিল।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে কোপার প্রথম সেমি-ফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস পাকুয়েতা। টানা দ্বিতীয় ম্যাচে ত্রাতা হয়ে দলকে জয় এনে দিলেন ব্রাজিলের এই মিড ফিল্ডার। শেষ আটে তার গোলেই চিলিকে হারায় ব্রাজিল।
প্রথমার্ধে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিলে। ফলও মিলে যায় ৩৫তম মিনিটে। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পেরু। আক্রমণ ফিরিয়ে তারাও বল নিয়ে হানা দেয় ব্রাজিলের রক্ষণভাগে। যদিও স্বাগতিকদের মতো তারাও গোলের দেখা পায়নি এই অর্ধে।
ম্যাচে ব্রাজিলেরই আধিপত্য ছিল। বল দখল, আক্রমণে ব্রাজিল বেশ এগিয়ে ছিল। ৫৬ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণে ছিলেন নেইমার-পাকুয়েতারা। গোলমুখে তাদের নেওয়া ১৫টি শটের ৮টি ছিল লক্ষ্যে। পেরু শট নিয়েছে ৭টি, এরমধ্যে ২টি ছিল লক্ষ্যে। দুই দলই সমান তিনটি করে কর্নার আদায় করে নেয়।
রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাঁজাতেই আক্রমণ সাজাতে শুরু করে ব্রাজিল। অবিরত আক্রমণে পেরুর রক্ষণভাগকে দিশেহারা করে তোলে স্বাগতকিরা। ৩৫তম মিনিটে ব্রাজিলের আক্রমণ আর রুখতে পারেনি পেরু।
এ সময় মাঝ মাঠ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় ডি-বক্সে ঢুকে যান নেইমার। দারুণ ড্রিবলিংয়ে পেরুর কয়েকজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে পাকুয়েতার উদ্দেশে বল বাড়ান ব্রাজিল প্রাণ ভোমরা। অরক্ষিত থাকা পাকুয়েতার কোনো সমস্যাই হয়নি বল জালে জড়াতে।