কোহলিদের জার্সি হাতে ক্রিকেট শেখার কথা বললেন গার্দিওলা
ক্রিকেট নিয়ে কথা বলছেন পেপ গার্দিওলা। প্রথমে শুনে খটকাই লাগতে পারে। ম্যানচেস্টার সিটির কোচ কিনা ফুটবল ছেড়ে ক্রিকেট শেখার কথা বলছেন! ফুটবলের তারকা এই কোচ আসলেই ক্রিকেট শিখতে চান। বিরাট কোহলির পাঠানো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটি জার্সি হাতে পেয়ে ক্রিকেটের প্রতি প্রেম যেন বেড়ে গেছে গার্দিওলার।
ক্রিকেট শেখার কথা অবশ্য এবারই প্রথম বললেন না গার্দিওলা। বার্সেলোনার সাবেক এই কোচ গত বছর পুমা ইন্ডিয়ার একটি অনলাইন আড্ডায় ক্রিকেট নিয়ে কথা বলেন। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তখনই ক্রিকেট শেখার কথা বলেছিলেন ম্যান সিটি কোচ। জানিয়েছিলেন, করোনাভাইরাসের প্রকোপ শেষে ভারতে গিয়ে ক্রিকেটের নিয়মকানুন শিখবেন তিনি।
ওই অনলাইন আড্ডা থেকে গার্দিওলার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে কোহলির। বন্ধুত্বের টান থেকেই ফুটবলের মানুষ গার্দিওলাকে ক্রিকেট জার্সি পাঠিয়েছিলেন কোহলি। জার্সি উপহার পেয়ে উচ্ছ্বসিত ম্যান সিটি কোচ। বেঙ্গালুরুর জার্সিটি হাতে নিয়ে ছোট্ট একটি ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন লিওনেল মেসিদের সাবেক এই কোচ।
জার্সির জন্য কোহলিকে ধন্যবাদ জানিয়ে গার্দিওলা ক্যাপশনে লিখেছেন, 'সত্যিই এখন ক্রিকেটের নিয়ম শিখতে হবে। জার্সির জন্য আমার বন্ধু বিরাট কোহলিকে ধন্যবাদ। এখন তোমার ম্যানচেস্টার সিটির জার্সি পরার পালা।'
এবারের আইপিএলে দারুণ সময় কাটছে কোহলির দল বেঙ্গালুরুর। দারুণ এক জয়ে মিশন শুরু করা বেঙ্গালুরু জিতেই চলেছে। তাদের সামনে বাধার দেয়াল তুলতে পারছে না কোনো দলই। টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি। ফুরফুরে মেজাজে থাকার কারণেই যেন ফুটবলের বন্ধুকে মনে করে জার্সি উপহার পাঠালেন কোহলি!