বিশ্বকাপ জিতেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা কোহলির
ম্যাচসেরার পুরস্কার নিয়ে মাইক্রোফোন হাতে বিরাট কোহলি যখন কথা বলার জন্য দাঁড়ালেন, কেনিংসটন ওভালে তখন শুরু হলো গুঁড়িগুঁড়ি বৃষ্টি। যেন ভারতের শিরোপা জয় আর সেখানে ব্যাট হাতে কোহলির নেতৃত্ব দেওয়ার অধ্যায়ে অংশ হয়ে থাকতে চাইলো প্রকৃতিও। মুখে তৃপ্তির চওড়া হাসি নিয়ে কথা বলে গেলেন কোহলি, যেখানে তার ঘোষণাও থাকলো 'এটাই ভারতের পক্ষে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।'
সংক্ষিপ্ততম ফরম্যাটের শেষ বিশ্বকাপ খেলছেন কোহলি, এটা 'ওপেন সিক্রেট'-ই ছিল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট জেতার পর তা কোহলি নিজেই জানালেন। সঙ্গে দিয়ে দিলেন ফরম্যাট থেকেই বিদায়ের ঘোষণা। বললেন, সময় এখন তরুণদের কাঁধে সওয়ার হয়ে এগিয়ে যাওয়ার। ভারতের এই ব্যাটিং কিংবদন্তি এও জানালেন, এর চেয়ে ভালো দিন আর হতে পারে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অর্থ কোহলির কাছে কেমন? ধারাভাষ্যকারের এমন প্রশ্নে কোহলি শুরুতেই বললেন, 'এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এটাই আমরা অর্জন করতে চেয়েছি। একদিন আপনার মনে হবে আপনি রানই করতে পারছেন না, তারপরে কিছু ঘটবে। ঈশ্বর মহান, এবং যে দিন গুরুত্বপূর্ণ, আমি দলের কাজটা করেছি। এখন অথবা কখনোই নয়, ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি, সবটুকু কাজে লাগাতে চেয়েছি।'
কোহলি কি অবসরের ঘোষণা দিলেন? নিশ্চিত হতে চাইলেন ধারাভাষ্যকার। এরপর কোহলি বলে গেলেন, 'ট্রফিটা উঁচিয়ে ধরতে চেয়েছি। পরিস্থিতিকে সম্মান জানাতে চেয়েছি জোর করার চেয়ে। এটা (অবসর) "ওপেন সিক্রেট" ছিল, এখন পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেওয়ার পালা। দুর্দান্ত কিছু খেলোয়াড় দলকে এগিয়ে নেবে এবং পতাকা উঁচু করে ধরবে।'
বিশ্বকাপে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না কোহলির। ফাইনালের আগের সাত ম্যাচে তার রান ছিল ৭৫, সর্বোচ্চ ৩৭। সেই কোহলিই ফাইনালে হয়ে উঠলেন ভারতের ত্রাতা, খেললেন চিরচেনা ছন্দে। দলের বিপদের সময়ে ৫৯ বলে ৬টি চার ও ২টি ছক্কায় খেললেন ৭৬ রানের মহাকার্যকর ইনিংস, যা তার আগের সাত ইনিংসের চেয়ে বেশি। ম্যাচ জিতে দল করলো শিরোপা উৎসব, ম্যাচসেরার পুরস্কার হাতে বিদায় বললেন কোহলি।
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মানেই কোহলির ব্যাটে রান। ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে শিরোপা খোয়ানোর ম্যাচে ডানহাতি এই ব্যাটসম্যান ৫৮ বলে খেলেছিলেন ৭৭ রানের ইনিংস। ব্যাট হাতে আজও ঠিক একই গল্প লিখেছেন ২০১০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পথচলা শুরু করা কোহলি। দীর্ঘ ১৪ বছরে ভারতের হয়ে ১২৫ ম্যাচে একটি সেঞ্চুরি ও ৩৮টি হাফ সেঞ্চুরিসহ ৪৮.৬৯ গড়ে ৪ হাজার ১৮৮ রান করেছেন তিনি। যা ভারত ও টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। অন্তত তিন হাজার করা ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে বেশি ব্যাটং গড় কেবল একজনের। চার হাজারের তালিকায় সেরা গড় কোহলিরই।