কোহলি-স্মিথের রাজত্বে ইতি টানলেন উইলিয়ামসন
হয় বিরাট কোহলি, না হয় স্টিভেন স্মিথ- গত পাঁচ বছর ধরে সেরার লড়াইয়ে ছিলেন এই দুই ব্যাটসম্যানই। সময়ের অন্যতম সেরা এই দুই ব্যাটসম্যানই টেস্ট ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিলেন। অবশেষে কোহলি-স্মিথের রাজত্বে ইতি টানলেন কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে দারুণ এক সেঞ্চুরি করে টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ড অধিনায়ক।
মাউন্ট মঙ্গানুই টেস্টে অসাধারণ এক জয় পায় নিউজিল্যান্ড। এই টেস্টে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ১২৯ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে করেন ২১ রান। এই দুই ইনিংসে ১৩ রেটিং পয়েন্ট পান উইলিয়ামসন। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সুবিধা করতে না পারায় পিছিয়ে পড়েছেন কোহলি-স্মিথরা।
শীর্ষে থাকা স্মিথ দুই ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছেন। ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৮ রান করা অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ৮৭৭। এই টেস্টে বিশ্রামে থাকা বিরাট কোহলি দুই নম্বরেই আছেন। ভারত অধিনায়কের রেটিং পয়েন্ট ৮৭৯। ৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উইলিয়ামসন।
এরআগে ২০১৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন উইলিয়ামসন। যদিও বেশিদিন শীর্ষে থাকা হয়নি তার। কিছুদিন পরই জায়গা হারাতে হয় কিউই এই ব্যাটসম্যানকে। এরপর রাজত্ব করে গেছেন কোহলি ও স্মিথ। চলতি বছরের বেশিরভাগ সময়ে শীর্ষে থেকেছেন স্মিথ। অজি এই ব্যাটসম্যান ৩১৩ দিন ও কোহলি ৫১ দিন শীর্ষে ছিলেন।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন কোহলির অবর্তমানে অধিনায়কের দায়িত্ব পালন করা অজিঙ্কা রাহানে। মেলবোর্ন টেস্ট জয়ে সেঞ্চুরি করে সবচেয়ে বড় অবদান রাখা ডানহাতি এই ব্যাটসম্যান ৫ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে আরেক বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি ১৪ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠেছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ চারে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছেন প্যাট কামিন্স। এরপর যথাক্রমে স্টুয়ার্ট ব্রড, নিল ওয়্যাগনার ও টিম সাউদি। দুই ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন মিচেল স্টার্ক। দুই ধাপ এগিয়ে রবিচন্দ্রন অশ্বিনের ৭ নম্বরে। তিন ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন জশ হ্যাজলউড। এক ধাপ এগিয়ে জাসপ্রিত বুমরাহ উঠেছেন ৯ নম্বরে।